সেই মেয়েটি

অলংকরণ: মাসুক হেলাল

শুনেছি ভালো মোরে
বাসে কতজন,
কিন্তু সেই মেয়েটি
ভালোবাসে কি আমারে?
জেনেছি আমার কথা
অনেকেই বলে,
ভেবেছি সেই মেয়েটি
বলে কি আমার কথা কখনো?
দেখেছি কত ফুল
ফোটে দিবালোকে,
ফোটেনি সেই ফুল
যে ফুল মালা হয়ে
আসিবে জীবনে।
স্বপনে ভেবেছি যারে
দিবালোকে দেখিনি তারে,
কীভাবে বোঝাব মোরে
পাব না যে আমি তারে!
তারপরও বসে আছি
পথ চেয়ে আমি
সেই মেয়েটির জন্য।
হৃদয়ে গাঁথা মোর
সে এক অনন্য।