সিডনিতে বদরুল খানের নতুন বইয়ের মোড়ক উন্মোচন
অস্ট্রেলিয়ার সিডনিতে মোড়ক উন্মোচিত হয়েছে প্রবাসী বাংলাদেশি লেখক অধ্যাপক বদরুল আলম খান সম্পাদিত ‘মার্কিন যুক্তরাষ্ট্র, এই পরাশক্তি কেন সংকটে’ বইয়ের। গত শনিবার সিডনির লাকেম্বার একটি রেস্তোরাঁয় আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে সিডনির বাংলা সাহিত্যচর্চার সংগঠন দ্য রিডারস ক্লাব। অনুষ্ঠানে সিডনির সাহিত্যমনা ও বইটিতে লিখেছেন, এমন কয়েকজন লেখকসহ প্রবাসী বাংলাদেশি সুধীজনদের উপস্থিতিতে বইটি সম্পর্কে কথা বলেন বইটির সম্পাদকসহ আরও কয়েকজন।
অধ্যাপক বদরুল আলম খান বইটিতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের লেখা প্রায় ৪০টি আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক প্রবন্ধের নানান দিক তুলে ধরেন। বইয়ের মূল বিষয়ে রয়েছে রাশিয়া–ইউক্রেন সংঘাত, ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের গণহত্যা, যুক্তরাষ্ট্রের অবিবেচিত পররাষ্ট্রনীতির খুঁটিনাটি ইত্যাদি। এ ছাড়া আরও রয়েছে রাশিয়া আর চীনের পরাশক্তিগত মর্যাদার প্রভাবে বিশ্বরাজনীতির গতিধারায় পরিবর্তন, সেই পরিবর্তনকে বাধাগ্রস্ত করার মার্কিনি তৎপরতা, পূর্ব এশিয়ায় আগ্রাসী ন্যাটোর বিস্তার এবং চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতা—ইত্যাদি বিষয়। বইটি প্রকাশ করেছে বাংলাদেশের গ্রন্থিক প্রকাশন।