স্বাধীনতা: অধীর আগ্রহে তোমার অপেক্ষায়
ভোরের প্রথম আলো, সোনালি রেশমি,
নতুন দিনের সূচনা, তুমি আসবে এমন আশা।
একটি প্রার্থনা, একটি কল্পনা,
অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার জন্য।
একজন দরিদ্র কৃষক, হারানো স্বপ্নের ফসল,
চোখে জল, হাতে হাল, হৃদয়ে শুধুই কষ্ট।
তার জমি, তার ঘর, তার প্রিয় সোনালি ধান,
তোমার প্রতিশ্রুতি হয়ে উঠুক রূপকল্পের পূর্ণাঙ্গ খড়ের গাঁথন।
একজন দুস্থ শ্রমিক, ক্লান্ত শরীর, মন বিষণ্ন,
দিনরাত কাজের পরও অবসাদ নয়, প্রাপ্তির আশায় মগ্ন।
সবার কাছে ঋণ, প্রতিটি লোনিত সুখের ছদ্মবেশ,
তোমার দয়ার ছায়া হতে পারে তার আশ্রয়।
একজন ক্ষুধার্ত ভিক্ষুক, পথের ধারে বসে,
মুখে অন্ধকার, কপালে নিশ্বাসের হাহাকার।
একটুকরো রুটি, একদানা জল,
তোমার আদেশে বদলে যেতে পারে তার দুর্বিষহ অবস্থা।
একজন হতাশাগ্রস্ত শিক্ষক, পড়ানোর সুনির্দিষ্ট লক্ষ্য,
পরিশ্রমের ফল পাবার আকাঙ্ক্ষা, কিন্তু অবসন্ন আত্মবিশ্বাস।
সন্তানের ভবিষ্যৎ, শিক্ষার আলো,
তোমার সমর্থন হলে, হবে তাদের সোনালি স্বপ্নপূরণ।
একজন ক্ষুদ্র ব্যবসায়ী, সাধনার শেষ প্রান্তে দাঁড়িয়ে,
বাজারের চাপে, জীবনের জটিলতায়, থেমে গেছে সে সৃষ্টির দারুণ ছন্দ।
তোমার সহযোগিতায়, পুনরায় চালু হবে তার কর্মক্ষেত্র,
এবং ঝলমলে হবে তার স্বপ্নের সোনালি পথ।
একজন শিল্পপতি, আগুনে হারিয়েছে সব,
অগ্নিসংযোগের ভেতর হারিয়ে গেছে আশা, হারিয়ে গেছে সব।
অভিনব পরিকল্পনায়, উজ্জ্বল ভবিষ্যৎ ফেরাতে,
তোমার হাত হতে পারে তার পুনর্গঠনের অমূল্য সাধনা।
একজন ভ্রমণকারী, সেন্ট মার্টিন ও কক্সবাজারের স্নিগ্ধতা,
এই পৃথিবীর সৌন্দর্য রক্ষা করতে চায়, দারুণ উচ্ছ্বাস।
সাগরের শান্তি, প্রকৃতির রূপ,
তোমার আদেশে হয়ে উঠুক সত্যিকার সোনালি রূপ।
একজন আশাহত পেনশনভোগী, দীর্ঘ জীবনের পরিসমাপ্তি,
প্রতিশ্রুত তহবিলের অভাবে একেবারে ক্ষতিগ্রস্ত।
তোমার সঙ্গী হতে পারে তার শেষ প্রাপ্তির আশা,
এবং শেষ জীবনের স্বস্তি এনে দেবে সেই পরিপূর্ণ শান্তি।
আর সকল মুসলমান, হিন্দু, সুফি, সাধু, আদিবাসী কিংবা নাস্তিক,
একসাথে হাতে হাত রেখে, তোমার সুরক্ষার আলোয়,
সমাজের প্রতিটি কোণায়, অভিনন্দন আর আশায় ভরা,
সকলের সুরক্ষা নিশ্চিত হোক।
আর আমরা, যারা দেখি বাংলাদেশের উন্নয়ন,
স্বপ্নে দেখি স্বর্ণালি ভবিষ্যৎ, সুখ-সমৃদ্ধির সন্ধান।
তোমার শক্তি, তোমার চেষ্টার বার্তায়,
এই দেশ হয়ে উঠুক উন্নতির নতুন সূর্যোদয়।
অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার জন্য,
বিনীত প্রার্থনায়, উত্তেজনায়, আশা নিয়ে।
তুমি আসবে, তুমি সমাধান হবে,
এবং আমাদের স্বপ্নকে দেবে সোনালি রূপ।
দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]