উদার আকাশ পত্রিকার গৌরকিশোর ঘোষ স্মরণ সংখ্যা

ভারতের উদার আকাশ পত্রিকা প্রকাশ করল গৌরকিশোর ঘোষ স্মরণ সংখ্যা। সংখ্যাটির মোড়ক উন্মোচন করেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। এ সময় উপস্থিত ছিলেন উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।

ফারুক আহমেদ বলেন, ‘গৌরকিশোর ঘোষের জন্মশতবর্ষ উপলক্ষে সংখ্যাটি প্রকাশিত হয়েছে। সংখ্যাটিতে গৌরকিশোর ঘোষের একটি লেখা “দেশপ্রেম দেশদ্রোহ”। তাঁর স্মরণে লিখেছেন মীরাতুন নাহার, দেবাশিস পাঠক, জয়ন্ত ঘোষাল, মনীষা বন্দ্যোপাধ্যায়, অরূপ বন্দ্যোপাধ্যায়, অশোক মজুমদার প্রমুখ।

কবিতা লিখেছেন কবি জয় গোস্বামী, সুবোধ সরকার। নোবেল পুরস্কারবিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ওপর অমানবিক আঘাত হানার প্রতিবাদে তিনটি প্রবন্ধ লিখেছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত সিংহ, গোলাম রাশিদ ও একরাম আলি।

এ ছাড়া লিখেছেন খাজিম আহমেদ, শুভেন্দু মণ্ডল, মইনুল হাসান, চৈতী চক্রবর্তী, মহিউদ্দিন সরকার, শান্তনু প্রধান, সোমঋতা মল্লিক, সৈয়দ মাজহারুল পারভেজ, সব্যসাচী চট্টোপাধ্যায়, রতন ভট্টাচার্য, সুখেন্দুবিকাশ মৈত্র, আমিনুল ইসলাম, আশিস সান্যাল, মৌসুমী বিশ্বাস, অংশুমান চক্রবর্তী, শাহানা লাভলী, হীরক বন্দ্যোপাধ্যায়, স্বাতী ভট্টাচার্য, কাজী খায়রুল আনাম, মোশারফ হোসেন, দেবাংশু চক্রবর্তী, সোনিয়া তাসনীম, সংঘমিত্রা মুখার্জি, রোকেয়া ইসলাম ও সোমা মজুমদার।