কানাডার টরন্টোয় তিন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে মতবিনিময়
তারুণ্যের উৎসব আয়োজনের অংশ হিসেবে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) কানাডার টরন্টোয় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে ইউনিভার্সিটি অব টরন্টো, টরন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও ইয়র্ক ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। তিনটি বিশ্ববিদ্যালয়ের চারটি ক্যাম্পাসের বাংলাদেশি ছাত্রসংসদের ৩১ জন শিক্ষার্থী এ সভায় অংশগ্রহণ করেন।
কনসাল জেনারেল মো. ফারুক হোসেন ছাত্র-ছাত্রীদের কনস্যুলেট জেনারেলে স্বাগত জানান এবং কানাডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খোঁজখবর নেন। তিনি তাঁদের নতুন বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে নিজেদের যথাযথভাবে গড়ে তোলার জন্য উৎসাহ প্রদান করেন। ছাত্র-ছাত্রীদের কনস্যুলার সেবা ছাড়াও অন্য যেকোনো বিষয়ে বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন তিনি। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টো কর্তৃক প্রথমবারের মতো বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করায় ছাত্র-ছাত্রীরা কনসাল জেনারেলকে ধন্যবাদ জানান।
বিজ্ঞপ্তি