ওয়াশিংটন ডিসিতে ’৭১ স্মরণে চিত্র প্রদর্শনী রোববার

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত ১৯৭১ সালের স্মরণে চিত্র প্রদর্শনী ও আলোচনা আগামীকাল রোববার ওয়াশিংটন ডিসির ক্যাথলিক ইউনিভার্সিটি অব আমেরিকায় (মিলার রুম, আর্কটেকচারাল সেন্টার) অনুষ্ঠিত হবে। ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা নয়, প্রতিরোধী চেষ্টার প্রদর্শনী সম্পর্কে বিশ্বব্যাপী প্রবাসী বাঙালিদের নতুন প্রজন্ম এবং আন্তর্জাতিক সম্প্রদায় কতটা সচেতন, তা নিয়ে একটি ব্যতিক্রম আয়োজন।

আয়োজক অধ্যাপক দনান মোরশেদ জানান, ১৯৭১–এর ২৫ মার্চ রাতে বাংলাদেশে অপারেশন সার্চলাইট নামে গণহত্যা সংঘটিত হয়েছিল। এ গণহত্যার কারণে রচিত হয়েছিল বাংলাদেশের রক্তাক্ত ইতিহাস। মূলত মুক্তিযুদ্ধের বিরল প্রদর্শনীগুলোকে দেখা ও স্মরণের একটি ধারাবাহিক অতীত অভিজ্ঞতার প্রয়াস।

অনুষ্ঠান বেলা ১১টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৩টায়।