হৃদয়ে বসন্ত

আর কদিন পরই বসন্ত আসবে প্রকৃতিতে। ইতিমধ্যে ফুটতে শুরু করেছে বিভিন্ন ফুল। গাছ বেয়ে ওঠা গোল্ডেন শাওয়ার লতায় ফুটেছে ফুল। খেপ্পোপাড়া, রাঙামাটি। ছবিটি সম্প্রতি তোলাছবি: সুপ্রিয় চাকমা

বসন্ত এলো, দখিন হাওয়া,
নিলো মনটা উড়িয়ে,
ফুলের গন্ধ, রঙের মেলা,
প্রেমের সুরে জুড়িয়ে।
শিমুল-পলাশ আগুন রাঙা,
ডালে ডালে ঢেউ,
মধুমাখা সেই সুবাস ভেসে
মনকে রাখে মৌ।
আম্রকুঞ্জে কোকিল গায়,
বুকের মাঝে সুর,
তোমার চোখে বসন্ত দেখি,
আকাশজোড়া নূর।
বসন্ত এলো রঙের ছোঁয়ায়,
ফাগুন-হাওয়ার দোল,
তোমার হাসির সুবাস পেয়ে
মন যে হারায় কোল।
আমের মুকুল মিষ্টি ঘ্রাণে,
মাতাল দখিন হাওয়া,
তোমার ছোঁয়ায় হৃদয় জুড়ে
ভালোবাসার ছায়া।
তুলে দিও কৃষ্ণচূড়া,
রাঙিয়ে দিও মন,
তোমার হাতে রেখে হাত,
সাজাবো স্বপন।
নদীর জলে চাঁদের আলো,
তোমার মুখের ছায়া,
ফাগুন রাতে স্বপ্ন জাগে
ভালোবাসার মায়া।
রঙের উৎসব, মধুর স্বপন,
ফাগুন গাওয়া গান,
চির বসন্ত থাকুক সাথি
আমাদের হৃদয়খান।