বিশ্ব শ্রমিক দিবসে লন্ডনে বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিলের সমাবেশ
পূর্ব লন্ডনে কবি কাজী নজরুল ইসলাম সেন্টারে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ মে শনিবার বিকেলে আয়োজিত এই সম্মেলনে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে তাদের ভূমিকা তুলে ধরা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশি ওয়ার্কার্স কাউন্সিলের যুক্তরাজ্য শাখা এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি নবম বারের মতো সফলভাবে সম্পন্ন হয়েছে।
শাহরিয়ার বিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটেনের খ্যাতনামা ট্রেড ইউনিয়ন আরএমটির সভাপতি অ্যালেক্স গর্ডন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রগতিশীল ইংরেজি দৈনিক মর্নিং স্টারের সম্পাদক বেন চাকো, ইহুদি সমাজতান্ত্রিক নেতা ডেভিড রোজেনবার্গ এবং মাইগ্র্যান্ট ভয়েসের পরিচালক নাজেক রামাদান। বাংলাদেশি বামপন্থী নেতাদের মধ্যে বক্তব্য দেন সিপিবি নেতা আবেদ আলী আবিদ, বাসদ নেতা মোস্তফা ফারুক, আখতার সোবহান খান মাসরুর, সেলিনা শফি প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন। সত্যেন সেন স্কুল অব পারফর্মিং আর্টসের শিশুশিল্পী এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী মোহাম্মদ দীপ নৃত্য পরিবেশন করেন।
অনুষ্ঠানে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিসহ সব অভিবাসী শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের দাবি তোলা হয়। এ দিন ‘স্কিল ভিসা’ প্রক্রিয়া সহজীকরণ, ভিসা ফি কমানো, আবাসন সংকট সমাধান, এনএইচএস সুবিধা প্রসারিত করা এবং বর্ণবাদবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশের গার্মেন্ট, চা ও কৃষি শ্রমিকদের ন্যূনতম মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।