নচ্ছার মচ্ছর
দারুণ মশা, যায় না বসা
কামড় লাগায় কুট।
যখন–তখন করে তারা
রক্ত আমার লুট!
দিন হোক কি রাত
মশারিতেই থাকি,
ডেঙ্গু, ম্যালেরিয়ার
ভয় আছে তো, নাকি?
গুনগুনিয়ে গান
ধরায় কানে তালা
কোনো মলমেই না যায়
মশা কামড়ের জ্বালা!
আরও পড়ুন
দারুণ মশা, যায় না বসা
কামড় লাগায় কুট।
যখন–তখন করে তারা
রক্ত আমার লুট!
দিন হোক কি রাত
মশারিতেই থাকি,
ডেঙ্গু, ম্যালেরিয়ার
ভয় আছে তো, নাকি?
গুনগুনিয়ে গান
ধরায় কানে তালা
কোনো মলমেই না যায়
মশা কামড়ের জ্বালা!