সিঙ্গাপুরে প্রবাসীদের ক্রিকেট টুর্নামেন্ট
সিঙ্গাপুরে সাধারণ প্রবাসীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি ক্রিকেট টুর্নামেন্ট সিঙ্গাপুর ২০২৩। এটিই ছিল সাধারণ প্রবাসীদের উদ্যোগে প্রথম বাংলাদেশি কোনো বড় ধরনের ক্রিকেট আয়োজন। এ টুর্নামেন্টে প্রথম ১৭টি দল রেজিস্ট্রেশন করে। পরে লাইভ লটারির মাধ্যমে ৮টি দলকে বাছাই করা হয়।
৮ অক্টোবর সিঙ্গাপুরের পেঞ্জুরু রিক্রিয়েশন সেন্টারে শত শত প্রবাসীর উপস্থিতিতে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ক্রানজি ক্রিকেট দল এবং ইয়ং ফাইটার্স ক্রিকেট দল। ইয়াং ফাইটার্স টসে হেরে ব্যাট করতে নেমে ১৪ ওভারের খেলায় ২১৮ রান করে। দলটি ৬০ রানে ক্রানজি ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নেয়। ট্রফির পাশাপাশি প্রথম পুরস্কার হিসেবে ছিল ২ হাজার ৫০০ সিঙ্গাপুরি ডলার।
খেলায় সাধারণ প্রবাসীদের জন্য লাইভ লাকি ড্রয়ের ব্যবস্থা করা হয়। লাকি ড্রতে প্রথম পুরস্কার ছিল সিঙ্গাপুর-ঢাকা-সিঙ্গাপুর বিমান টিকিট, তা ছাড়া অন্যান্য পুরস্কার হিসেবে ছিল মুঠোফোন, ব্লেন্ডার মেশিন, পাওয়ার ব্যাংক ইত্যাদি।
খেলায় উপস্থিত কয়েকজন প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা সিঙ্গাপুরের ইতিহাসে এ ধরনের বড় কোনো বাংলাদেশি ক্রিকেট টুর্নামেন্ট অতীতে উপভোগ করেননি। প্রবাসের মাটিতে বাংলাদেশি অভিবাসী কর্মীদের এমন বৃহত্তর ক্রিকেট খেলার আয়োজন সত্যিকারে সিঙ্গাপুরের স্থানীয় জনগণের কাছেও সাড়া জাগিয়েছে। তা ছাড়া সম্পূর্ণ খেলাটি ফেসবুক লাইভে সম্প্রচারিত হয়েছে। যার মাধ্যমে সিঙ্গাপুরের বাইরেও বিভিন্ন দেশ এবং বাংলাদেশ থেকে অনেকেই খেলাটি উপভোগ করেছেন।
আয়োজকেরা জানান, সিঙ্গাপুরে বাংলাদেশের অভিবাসী কর্মীদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও অটুট বন্ধন তৈরি করাই ছিল টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
খেলায় আয়োজক হিসেবে ছিলেন সিঙ্গাপুরের জনপ্রিয় কয়েকটি ফেসবুক পেজের অ্যাডমিনরা। তাঁরা সব সময় সাধারণ প্রবাসীদের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহায়তা এবং বিভিন্ন কমিউনিটি কাজের সঙ্গে যুক্ত আছেন। ফেসবুক পেজগুলো হলো সিঙ্গাপুর টু ঢাকা, প্রবাসী বাংলাদেশি, সিঙ্গাপুরপ্রবাসী-এসজিপি, সিঙ্গাপুরে আমরা প্রবাসী বাংলাদেশি, ইন দিস টুগেদার, মানববন্ধু ফাউন্ডেশন এবং মাইগ্র্যান্ট ব্যান্ড সিঙ্গাপুর। সহযোগিতা করেছেন ওয়ান্ডারিং ডারভিসেস-ভ্রাম্যমাণ মেডিকেল ক্লিনিক, সাহিদ গ্রুপ, হোমটাউন, অগ্রণী এক্সচেঞ্জ হাউস, এনবিএল মানি ট্রান্সফার, রেডবুল ও খানা বাসমতি রেস্টুরেন্ট।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের অ্যাসুরেন্স, কেয়ার অ্যান্ড এনগেজমেন্ট গ্রুপ প্রধান তং ইউ ফাই। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি আহমেদ হোসেন ভূঁইয়া, চিকিৎসক মুনতাসির মান্নান চৌধুরী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।