বাংলাদেশ স্কুল বাহরাইনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশ স্কুল বাহরাইনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে মিল রেখে ১৫ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৮ সেপ্টেম্বর।

এবার এসএসসি পরীক্ষায় বাংলাদেশ স্কুল বাহরাইন থেকে বিজ্ঞান বিভাগে নিয়মিত ২৫ জন, অনিয়মিত ১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে নিয়মিত ২১ জন, অনিয়মিত ৬ জনসহ মোট ৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম, দূতালয়প্রধান এ কে এম মহীউদ্দীন কায়েস দূতালয়ের প্রথম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমানকে সঙ্গে নিয়ে পরীক্ষা হল পরিদর্শন করেন। স্কুলের অধ্যক্ষসহ পরীক্ষায় দায়িত্বরতদের সঙ্গে তাঁরা কথা বলেন। কেন্দ্রের পরিবেশ ও পরীক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।

এ সময় রাষ্ট্রদূত নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ স্কুল বাহরাইন সব সময় ভালো ফলাফল নিয়ে আসছে, আশা করি এবারও সবার ফলাফল ভালো হবে। আমরা বাংলাদেশ স্কুল ভবন নির্মাণের জন্য বাংলাদেশের অর্থায়নে আগামী দুয়েক মাসের মধ্যেই বাংলাদেশ স্কুলের নিজস্ব ভবন তৈরির কাজ শুরু করব বলে আশা করছি।’ তিনি জানান, বাংলাদেশ স্কুল বাহরাইনের নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনটিনিয়াল স্কুল, বাহরাইন’ নামকরণ করা হবে।