শিকড় সাহিত্য পত্রিকার রজতজয়ন্তীতে কবিতাসন্ধ্যা
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
শিকড় সাহিত্য পত্রিকার রজতজয়ন্তী উপলক্ষে কবি ও কবিতার সম্মিলনে অনুষ্ঠিত হলো এক অসাধারণ কবিতাসন্ধ্যা। পূর্ব লন্ডনের বুকে সাহিত্য যখন উষ্ণ নিশ্বাস ফেলে, তখন বোঝা যায় শিকড় এখনো জীবন্ত, প্রাসঙ্গিক এবং প্রত্যয়দীপ্ত। দীর্ঘ ২৫ বছরের সাহিত্যচর্চার গৌরবময় পথ অতিক্রম করে শিকড় সাহিত্য পত্রিকা আজ শুধু একটি প্রকাশনা নয়, এটি এক প্রাণবন্ত সাহিত্যিক আন্দোলনের নাম, যা বাংলাভাষার মর্যাদা, আবেগ এবং শক্তিকে বিলেতের মাটিতে প্রতিষ্ঠা করেছে।
যদিও সময়ের ব্যস্ততায় শিকড় তার রজতজয়ন্তী ঠিক সময়মতো উদ্যাপন করতে পারেনি, তবুও সাহিত্যপ্রেমী পাঠক ও লেখকদের প্রতি দায়বদ্ধতা থেকে শুরু হয়েছে বছরব্যাপী নানা আয়োজনে রজতজয়ন্তী পালনের প্রয়াস। বিলেতে সেই ধারাবাহিক আয়োজনের দীপ্ত অধ্যায় রচিত হলো গত বুধবার সন্ধ্যায় (১৪ মে), পূর্ব লন্ডনের ঐতিহাসিক বাংলা টাউনে অবস্থিত দর্পণ বুকক্লাবে।
শিকড় সাহিত্য ও গ্লোবাল পয়েটস অ্যান্ড পোয়েট্রি, দুটি সাহিত্য প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে বাংলা ভাষাভাষী কবিদের সাথে বিশ্বসাহিত্যের সাথে চিরায়ত ও সমকালীন কণ্ঠের সম্মিলন ঘটানো।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিকড় সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা ও কবি ফারুক আহমেদ রনি। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্যজগতের অন্যতম কবি ও গল্পকার শামীম আজাদ এবং ইংরেজি সাহিত্যের প্রাজ্ঞ কণ্ঠ কবি স্টিফেন ওয়াটস। অনুষ্ঠানে আবেগময় উপস্থাপনায় সঞ্চালনা করেন কবি কাবেরী মুখার্জী।
বিলেতের প্রবাসী বাঙালি কবি ও ইংরেজি সাহিত্যজগতের একঝাঁক কবিরা একত্র হয়ে তাঁদের কবিতার মাধ্যমে সময়, স্মৃতি, সমাজ ও স্বপ্নকে ছুঁয়ে গেলেন। কবিতা পাঠ করেন যথাক্রমে কবি শামীম আজাদ, গোলাম কবির, আতাউর রহমান মিলাদ, মজিবুল হক মনি, দিলু নাসের, মাশুক ইবনে আনিস, স্টিফেন ওয়াটস, ডেভিড লি মর্গান, জন স্নেলিং, জেনিফার জনসন, ইকবাল হোসেন বুলবুল, মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, মোসাইদ খান, আজিজুল আম্বিয়া, এ কে এম আব্দুল্লাহ, ফয়জুর রহমান ফয়েজ, কাবেরী মুখার্জী, উদয় শংকর দুর্জয়, ধনঞ্জয় পাল, নীলা নিকি খান, হাফসা ইসলাম, দিলরুবা ইয়াসমিন, বদরুল চৌধুরী, নাজিম উদ্দিন, সাদিকা সিদ্দিক, সালমা বেগম, তাসনিয়া আহমেদ রূপন্তি।
আবৃত্তিকার স্মৃতি আজাদ ও সায়মন ক্যাম্পসন পরিবেশন করেন কবি ফারুক আহমেদ রনির ইংরেজি ও বাংলা দুটি কবিতা। অনুষ্ঠানে বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় দর্পণ বুকক্লাবের লেখক ও সাংবাদিক রহমত আলীকে, যাঁর সহযোগিতা ও দর্পণ বুকক্লাবে অনুষ্ঠানটি আয়োজন করার সুযোগ করে দেওয়ায়।
একঝাঁক নিবেদিতপ্রাণ সাহিত্যকর্মী ও তরুণ কবিদের হাত ধরে শিকড়ের যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। সময়ের বাঁকে বাঁকে শিকড় হয়ে উঠেছে একটি বৈশ্বিক সাহিত্যিক প্ল্যাটফর্ম, সাথে সাথে শিকড়েরই বহুভাষী সাহিত্য প্রতিষ্ঠান গ্লোবাল পোয়েট অ্যান্ড পোয়েট্রি, যেখানে স্থান পেয়েছে কবিতা, গল্প, গবেষণা, অনুবাদ ও শিল্পভাবনার নিবেদিত প্রকাশ। প্রবাসী লেখকদের স্বর ও স্বপ্নকে যুক্ত করেছে মূলধারার সাহিত্যের সঙ্গে। শিকড়ের বৈশিষ্ট্য তার অন্তর্ভুক্তিমূলকতা, যেখানে নবীন ও প্রবীণের কবিতাস্বর একত্রে ধ্বনিত হয়।
শুধু পত্রিকা প্রকাশ নয়, শিকড় নিয়মিত আয়োজন করে সাহিত্য সভা, পাঠচক্র, বইমেলা, অনলাইন সাহিত্য আড্ডা ও আন্তর্জাতিক কবিতা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন। বাংলা ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি বহুভাষিক সাহিত্যের সংলাপ তৈরিতে শিকড় রয়েছে নিবেদিত। শিকড় তার ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা অনুষ্ঠানের পাশাপাশি এই লন্ডন, ঢাকা ও কলকাতায় এই বছরেই আয়োজন করা হচ্ছে বিশেষ সাহিত্য সম্মেলন। বিজ্ঞপ্তি