১৬৫ বাংলাদেশি বন্দীর মুক্তির ব্যাপারে বৈঠকে আয়বা
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা ১৬৫ জন বাংলাদেশি দীর্ঘ ১৮ মাস ধরে মাল্টার কারাগারে বন্দী। তাঁদের মুক্তির ব্যাপারে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন-আয়বা সম্প্রতি মাল্টা সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। মানবিক কারণে তাঁদের মুক্তির ব্যাপারে আশাবাদী আয়বা।
প্রতিদিনই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অবৈধ শরণার্থীরা ইউরোপ প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। তাঁদের মধ্যে দ্বীপরাষ্ট্র মাল্টায় আটক ১৬৫ জন বাংলাদেশি ১৮ মাস ধরে কারাগারে বন্দী। তাঁদের মুক্তির ব্যাপারে আয়বা এগিয়ে এসেছে।
সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মাল্টা গিয়ে দেশটির স্বরাষ্ট্রসচিবসহ উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে। সরকারের পক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পারমানেন্ট সেক্রেটারি কেভিন মাহোনে, নিরাপত্তা এবং আইন প্রয়োগ সংস্থার কর্মকর্তা রায়ান এসপানিয়ল, ডিটেনশন সেন্টারের মহাপরিচালক রবার্ট ব্রিংকাউ বৈঠকে উপস্থিত ছিলেন। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে দীর্ঘ আড়াই ঘণ্টার বৈঠক শেষে আয়বা সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ছাড়াও সহসভাপতি ফকরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ এবং আয়েবা নিযুক্ত আইনজীবী এতিয়েন কালেয়া উপস্থিত ছিলেন।
কাজী এনায়েত উল্লাহ বলেন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাঁরা ফলপ্রসূ বৈঠক করেছেন। যদিও তাঁরা অবৈধ শরণার্থীকে উৎসাহিত করতে চান না, তবে বৈধভাবে শ্রমিক আনার ক্ষেত্রে একমত পোষণ করেন কাজী এনায়েত উল্লাহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মানবিক কারণে এই আটক বাংলাদেশিদের মুক্তির দাবি জানাচ্ছি।’
আইনজীবীরা মনে করেন, ইউরোপিয়ান ইউনিয়নের আইনের মধ্য দিয়েই এই শরণার্থীদের মুক্তি সম্ভব। আয়বার প্রতিনিধিদল পরে মাল্টার কারাগার পরিদর্শন করে।