স্লোভাকিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ছবি: বিজ্ঞপ্তি

পূর্ব ইউরোপের দেশ স্লোভাকিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত দেশটির প্রেসিডেন্ট সুজানা চাপুটোভার কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন। গত বুধবার স্লোভাকিয়ার রাজধানী ব্রাটিস্লাভাতে প্রেসিডেনশিয়াল প্যালেসে স্লোভাকিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের কাছে রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত স্লোভাকিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে তাঁর পরিচয়পত্র পেশ করেন। এ সময় স্লোভাকিয়ার সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রদূত আবদুল মুহিত বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষ থেকে স্লোভাকিয়ার প্রেসিডেন্ট সুজানা চাপুটোভাকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ন্যায়বিচার প্রতিষ্ঠা, সামাজিক অগ্রগতি ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিতের আন্দোলনে সুজানা চাপুটোভার নেতৃত্ব ইউরোপের রাজনীতিতে ইতিমধ্যে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটেও এসব ইস্যু গুরুত্বপূর্ণ।

ছবি: বিজ্ঞপ্তি

একই দিন স্লোভাকিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রণালয়ের রাজনীতিবিষয়ক মহাপরিচালক রোমান বুজেকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশ ও স্লোভাকিয়ার সঙ্গে সম্পর্কিত দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রদূত আবদুল মুহিত ও রোমান বুজেক পরস্পরের সঙ্গে আলোচনা করেন। এর মাঝে কয়েকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশ ও স্লোভাকিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, সুসংহতকরণ, বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে স্লোভাকিয়ার বিনিয়োগ আকর্ষণ, দুই দেশের বাণিজ্যিক প্রতিনিধিদের যোগাযোগ, শিক্ষা ও গবেষণাবিষয়ক অংশীদারি, টেকসই উন্নয়ন অভীষ্ট, কোভিড-পরবর্তী সবুজ উন্নয়ন, টেকসই জ্বালানি সমাধান, জলবায়ুর পরিবর্তন রোধে টেকসই ও কার্যকর সমাধান গ্রহণ, জ্বালানিসংকট পূরণে দীর্ঘমেয়াদি ও টেকসই পদক্ষেপ গ্রহণ, রোহিঙ্গা সংকট এবং নিউক্লিয়ার শক্তি ও পানিসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ ও স্লোভাকিয়ার মধ্যকার সহযোগিতার ক্ষেত্রকে প্রসারিত করা।

পাশাপাশি বুধবার সকালে রাষ্ট্রদূত আবদুল মুহিত স্লোভাকিয়ার রাষ্ট্রাচার প্রধান রোমান হোবেনের সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের মিশন উপপ্রধান রাহাত বিন জামান উপস্থিত ছিলেন। ছবি: বিজ্ঞপ্তি