
স্পেনে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১ আগস্ট মাদ্রিদের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সাধারণ সভায় সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। বৃহত্তর নোয়াখালীবাসীর উদ্যোগে এই সাধারণ সভার আয়োজন করা হয়। বিপুলসংখ্যক নোয়াখালীবাসী এতে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী ও সংগঠনের প্রধান সমন্বয়ক মো. আরিফুল ইসলাম।
সাধারণ সভার পর এক সংবাদ সম্মেলনে মো. আরিফুল ইসলাম নতুন কমিটির নাম ঘোষণা করেন। সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মেদ সেলিমকে সভাপতি ও আবুল কাশেমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সভায় সংগঠক মীর এমদাদুল হক মাসুমের সঞ্চালনায় নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন আনোয়ারুল আজিম ভূঁইয়া, কামরুল ইসলাম, জাহিদুল হক মজুমদার, বাবলু মজুমদার ও নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ।