সাংস্কৃতিক অনুষ্ঠানের শিল্পীদের সঙ্গে কনসাল জেনারেল
ছবি: সিডনি কনস্যুলেট জেনারেল

বিনম্র শ্রদ্ধায় অস্ট্রেলিয়ার সিডনি কনস্যুলেটে পালিত হলো অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের শুরুতে সিডনি কনস্যুলেটের বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা হয়। এরপর মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় আলোচনা ও কনস্যুলেটের ‘বাংলা শিক্ষা ও সংস্কৃতি পরিচয়’ কার্যক্রমের ছাত্রছাত্রীদের ও স্থানীয় শিল্পীগোষ্ঠী প্রতীতীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলমসহ স্থানীয় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশ নেন।