সিডনির স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশিদের জয়
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল দেশটির অন্যতম প্রধান রাজ্য নিউ সাউথ ওয়েলসের সিটি কাউন্সিল নির্বাচন। আর এ নির্বাচনে কাউন্সিলর পদে অংশগ্রহণকারী উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা নির্বাচনে জয়লাভ করেছেন। ভোট গণনার ফলাফলে এখন পর্যন্ত যে বাংলাদেশিরা জয়লাভ করেছেন তাঁরা হলেন মাসুদ রানা চৌধুরী (ক্যাম্বেলটাউন), সুমন সাহা (ক্যাম্বারল্যান্ড), সাবরিন ফারুকি (ক্যাম্বারল্যান্ড), সাজেদা আক্তার (ক্যান্টাবেরি-ব্যাংকসটাউন) ও শিবলি চৌধুরী (ডাব্বু)।
নির্বাচনে জয়ী বাংলাদেশিদের মধ্যে সাবেক ও বর্তমান কাউন্সিলরের পাশাপাশি নবনির্বাচিত প্রার্থীরাও রয়েছেন। এদিকে দেশটির মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের এমন জয়ে উল্লাস ছড়িয়ে পড়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।