রোববার, ২৬ মার্চ ২০২৩

  • প্রচ্ছদ
  • আয়োজন
  • দূর পরবাস
  • সফলতা
  • পাঠক
  • সংস্কৃতি
  • ভ্রমণ
  • ছবি
দূর পরবাস

পরিবেশনা ২৯ ডিসেম্বর শনিবার

সিডনিতে মামুন ও অমিয়ার সংগীতসন্ধ্যা

কাউসার খান, সিডনি, (অস্ট্রেলিয়া) থেকে
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১৩: ০২

অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজন করা হয়েছে বাংলা গানের সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে গান গাইবেন আবদুল্লাহ আল মামুন ও অমিয়া মতিন।

এক মঞ্চে এই দুই শিল্পীর সুরের মেলা বসবে আগামী ২৯ ডিসেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। বিশেষ এই সংগীতানুষ্ঠান 'মুখরিত জীবন' সিডনির হার্স্টভিলের সিভিক থিয়েটারে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তারা দুজন জনপ্রিয় সব বাংলা গান পরিবেশন করবেন।

দূর পরবাস থেকে আরও পড়ুন
  • অস্ট্রেলিয়া দূর পরবাস
মন্তব্য করুন