সাস্কাতুন সিটি হলে উড়বে বাংলাদেশের পতাকা
গত বছর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাস্কাচেওয়ান (বিকাশ) আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন অনুষ্ঠানে সাস্কাতুন শহরের মেয়র ঘোষণা করেছিলেন ২০১৬ সালের একুশে ফেব্রুয়ারিতে সাস্কাতুন সিটি হলে বাংলাদেশের পতাকা ওড়ানো হবে। সেই ধারাবাহিকতায় বিকাশের বর্তমান কার্যকরী কমিটি শহরের মেয়রকে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদ্যাপন এবং ওই দিন সিটি হলে বাংলাদেশের পতাকা ওড়ানোর জন্য অনুমতি প্রদানের আবেদন করে। গত ২৫ জানুয়ারি সাস্কাতুন সিটি কাউন্সিলের বিশেষ সভায় বিকাশের আবেদনটি বিশেষ গুরুত্বসহকারে বিবেচনা করে আলোচনা হয় এবং সর্বসম্মতভাবে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদ্যাপন ও ওই দিন সিটি হলে বাংলাদেশের পতাকা ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সাস্কাতুন সিটি কাউন্সিলের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে যুগান্তকারী ও সাস্কাতুনে বসবাসরত বাংলাদেশিদের জন্য অনেক বড় সম্মান বয়ে এনেছে। বিকাশের নানাবিধ কার্যক্রমের অংশ হিসেবে এটি একটি নজিরবিহীন ও বিশেষ অর্জন। বিকাশের বর্তমান ও প্রাক্তন কার্যকরী পরিষদের সবাইকে বিশেষ ধন্যবাদ সেই সঙ্গে সাস্কাতুনে বসবাসরত সকল বাংলাদেশিদের জন্য প্রাণঢালা অভিনন্দন। বিকাশ আগামী ২১ ফেব্রুয়ারি স্থানীয় সেন্ট পল ইউনাইটেড চার্চ এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।