সাইপ্রাসের পাহাড়ে উঠে ইফতার

আত্মশুদ্ধির মাস পবিত্র রমজানের অন্যতম অনুষঙ্গ ইফতার। আর সেই ইফতার যদি করা যায় পাহাড়ে, তাহলে কেমন হয়! যে চিন্তা, সে–ই কাজ। যাব ট্রুডোস পাহাড়ে। পরদিন শুক্রবারই তৈরি হই যাওয়ার জন্য। কাজ থেকে ফিরে ইফতারি তৈরি করে সন্ধ্যা ছয়টায় বাসা থেকে রওনা দিই। আমার সঙ্গে আমার এক সহকর্মী ছিলেন। পুরো রাস্তা ঝুঁকিপূর্ণ।

পাহাড়ি বাঁক, খাড়া পাহাড়। অবশেষে ইফতারের ১০ মিনিট আগেই গন্তব্যে পৌঁছালাম। পাহাড়ে উঠতে আমাদের সময় লেগেছে ১ ঘণ্টা ১৫ মিনিট। এক হাজার মিটার (৩ হাজার ২৮০ ফুট) উচ্চতায় উঠে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। দূরের পাহাড়গুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে। উল্টো দিকে ডুবছে সূর্য।

ততক্ষণে প্লেটে প্লেটে ইফতারি সাজানো হয়ে গেছে। ইফতারিতে ছিল চিকেন বিরিয়ানি, ছোলা, বুট, পেঁয়াজু, খেজুর, আপেল ও কমলা। মুঠোফোনে আজানের ধ্বনি বাজতেই প্রাকৃতির সঙ্গে সেই কাঙ্ক্ষিত ইফতার।