শারজাহে জেলহত্যা দিবস পালন

আলোচকেরা
আলোচকেরা

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বিনম্র শ্রদ্ধায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ৩ নভেম্বর শুক্রবার শারজাহের একটি হোটেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আওয়ামী লীগের সংযুক্ত আরব আমিরাত ও শারজাহ শাখা যৌথভাবে এই সভা আয়োজন করে। সভায় সংগঠনের শারজাহ শাখার আহ্বায়ক বচন মিয়া তালুকদার সভাপতিত্ব করেন। পরিচালনা করেন দুবাই শাখার সভাপতি হাজি শফিকুল ইসলাম।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত শাখার নেতা প্রকৌশলী মনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মহিউদ্দীন ইকবাল, সহসভাপতি কবির আহমেদ, শারজাহ শাখার সাবেক সভাপতি আবদুল আউয়াল, ফুজাইরা শাখার সভাপতি আব্বাস উদ্দীন, বঙ্গবন্ধু পরিষদের শারজাহ শাখার সভাপতি শাহজাহান মিয়াজি, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহেবুল মোস্তফা চৌধুরী, দুবাই শাখার সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ মোহাম্মদ হোসেন, বজল আহমেদ, আনছারুল হক, শফিকুল হক ও ডা. সামসুল ইসলাম।
সভার পর দোয়া মাহফিলে মোনাজাত করেন এস এম মহিউদ্দীন ইকবাল।

সংবাদদাতা: লুৎফুর রহমান, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।