রোমে মাদানি স্কুলের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

আনন্দ উৎসবের মধ্য দিয়ে ইতালির রোমে মাদানি স্কুল অ্যান্ড কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। একই দিনে ফুড ফেস্টিভ্যাল ২০২১ অনুষ্ঠিত হয়।

গত ২৯ জুন স্থানীয় সময় বেলা ১১টায় বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হয় স্কুলের কার্যালয়ে। এর আগে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একে অপরকে সম্মানসূচক টুপি পরিয়ে দেওয়া হয়। মাদানি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষায় পাসের হার শতভাগ। প্রথম শ্রেণিতে শতকরা নিরানব্বই নম্বর পেয়ে প্রথম হয়েছে ইব্রাহিম হুসাইন। দ্বিতীয় রাদিত খন্দকার ও তৃতীয় রেহানা রাশেদ।

দ্বিতীয় শ্রেণিতে প্রথম হয় আজফারা হাওলাদার, দ্বিতীয় মাহাজাবিন রায়না ও তৃতীয় শেখ মুসফিকুর রোহান। তৃতীয় শ্রেণিতে প্রথম হুরাইন ফাতিমা নাসির, দ্বিতীয় সামারা বাবর আলী এ তৃতীয় এস এমৎ ফারহান রামীন। চতুর্থ শ্রেণিতে প্রথম হয় মাহিমা মীর, দ্বিতীয় অনির্বান সাহা ও তৃতীয় ইরতিজার আহমেদ। পঞ্চম শ্রেণিতে প্রথম হয়েছে ফাতেমা জাহান মাইশা, দ্বিতীয় সাবাতুন জান্নাত ও তৃতীয় ফারিহা রহমান নুহা। ষষ্ঠ শ্রেণিতে প্রথম হয় মিয়াদ হাসান, দ্বিতীয় মেরাজ রহমান ও তৃতীয় হয় হুসাইন হামজা।
অন্যান্যের মধ্যে সপ্তম শ্রেণিতে প্রথম হয়েছে মেহরীন আহমেদ মম, দ্বিতীয় মুহাম্মদ মাহিন মুস্তাকিম ও তৃতীয় মুহাম্মদ ইকবাল ইশায়াত আহমেদ। অষ্টম শ্রেণিতে প্রথম হয় জান্নাতুল ফেরদৌস, দ্বিতীয় এহোসান মীর ও তৃতীয় মুহাম্মদ মাহজাবীন মালিহা। এ ছাড়া নবম শ্রেণিতে প্রথম হয় ইরাম, দ্বিতীয় সাজ্জাদ ও তৃতীয় উজফুরুল জান্নাত।

স্কুলের চেয়ারম্যান ইকরাম ফরাজী স্কুলের সব ছাত্রছাত্রীর অভাবনীয় শতভাগ সফলতায় আনন্দ প্রকাশ করেন। তিনি এক ভিডিও বার্তায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবারের মতো স্কুলের সব পরীক্ষায় ও কেমব্রিজ পরীক্ষায় ভবিষ্যতে মেধার স্বাক্ষর রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেন।

স্কুলের সেক্রেটারি ও প্রশাসক সঞ্জয় কুমার সাহা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সব ছাত্রছাত্রীর মধ্যে পরীক্ষার নম্বরপত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, এটি রোমের খ্যাতনামা একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা একজন বাংলাদেশি। এই শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের অভিবাসীরা পড়তে আসে।