যেদিন ঝরে যাব

অলংকরণ: আরাফাত করিম

নিকষ কালো অন্ধকারে দেখতে পাই
মৃত্যুর আহ্বান শুনি শেষ শঙ্খের তান
যেদিন ঝরে যাব পৃথিবীর বুক হতে
নির্ভার হয়ে
কোনো দিন আর দেখতে পাব না
নতুন প্রভাত, পাখি ডাকা নির্মল ভোর
দিগন্তজুড়ে মায়াবী সূর্যের
আলোলিত আলো।
জীবনের সব সুর থেমে যাবে
রয়ে যাবে হয়তো এই কবিতাখানি
সবার অজানা আমার ডক্সের পাতায়।
আজান দেওয়া ভোরের ডাক শুনে
রাঙা আকাশের দিকে তাকিয়ে
ভাবা হবে না আর রঙিন জীবনের কথা
হলুদ, লাল মেরুন পাতাঝরা
উদাস ম্যাপল দুপুর
যখন সাদা চিল ভেসে চলে নীরবতায়
শকুনেরা ছাদের কার্নিশে প্রহর গুনে
আহারের সন্ধানে
বসে থাকে মূর্তির মতো
মলিন শেওলায় লোনা ধরা টালির ছাদে
কঠিন এই রুক্ষ পৃথিবীতে মৃত্যু নেমে আসে
ধীরপায়ে
আলোর সাথে পাঞ্জা লড়ে আজ
আঁধার বিজয়ী
জীবন ঝরে যায় পাপড়ির মতো
গোলাপের সাথে আড়ি নিয়ে
ঠিক তখনই
হলুদ জবায় শিশিরের গন্ধ নিয়ে আমিও হয়তোবা ঝরে যাব নিঃসীম নীরবতায়
আঁধারের গহ্বরে।