যুক্তরাজ্যে বাঙালির ইতিহাস সংরক্ষণের উদ্যোগ

বাঙালির ইতিহাস সংরক্ষণ করা হবে নরফোক রেকর্ড অফিসে
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের নরউইচ শহরে বাঙালিদের ইতিহাস সংরক্ষণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাঙালিদের ইতিহাস সংরক্ষণের এ উদ্যোগ নিয়েছে ন্যাশনাল সেন্টার ফর রাইটিং নামের একটি সংগঠন। ‘বেঙ্গলি স্টোরিজ’ নামের এ ইতিহাস নরফোক রেকর্ড অফিসে সংরক্ষণ থাকবে। রেকর্ড অফিস এগুলোর প্রচার এবং বিতরণের কাজ করবে। ২০২১ সালের মে মাসে বাঙালি ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের এ উদ্যোগ নেওয়া হয়।

ন্যাশনাল সেন্টার ফর রাইটিংয়ের মাধ্যমে পরিচালিত এ উদ্যোগে অর্থায়ন করছে ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ড।

যুক্তরাজ্যের নরউইচে বিভিন্ন জাতিগোষ্ঠীর ইতিহাস সংরক্ষিত রয়েছে, তবে দীর্ঘদিন ধরে সহস্রাধিক বাঙালি বসবাস করলেও বাঙালিদের ইতিহাস সংরক্ষণ করা হয়নি। এ কারণে ন্যাশনাল সেন্টার ফর রাইাটিং নামের একটি সংগঠন বাঙালিদের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।

বাঙালির ইতিহাস সংরক্ষণ প্রোগ্রামের সমন্বয়ক মাহবুবুর রহমান বলেন, নরউইচে দীর্ঘদিন ধরেই বাঙালিদের বসবাস, তবে বাঙালির ইতিহাস কখনো সংরক্ষিত হয়নি। কারণ বাঙালিরা কখনো এখানকার মূল স্রোতের সঙ্গে মিশেনি। আড়ালে থাকা এখানকার বাঙালির ইতিহাস উদ্ধার করে সংরক্ষণে কাজ করছি আমরা, যা বাঙালি কমিউনিটির মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

মাহবুব আরও বলেন, বাঙালির ইতিহাস সংরক্ষণে না থাকায় দীর্ঘদিন এখানে বসবাস করেও তারা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই ইতিহাস সংরক্ষণ খুবই দরকারি। আমরা যে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি, আমাদের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে, এটা অনুধাবন করার জন্যও ইতিহাস সংরক্ষণ করা প্রয়োজন।