মোবারক অপেক্ষা করছেন। শাহানাই আগে পৌঁছার কথা। মেয়েদের জন্য অপেক্ষা করা মোবারকের মোটেই পছন্দ নয়। মনে পড়ছে যৌবনে এই সামান্য অপেক্ষার জন্য প্রেমে ভঙ্গ দিয়েছিলেন। কায়রো ইউনিভার্সিটিতে পড়ার সময় মোবারক জড়িয়ে পড়েন বাম রাজনীতির সঙ্গে।
হালিমার সঙ্গে তখনই মোবারকের প্রেম হয়। প্রথম যৌবনের প্রেম! পর পর তিন দিন হালিমা সময়মতো উপস্থিত হতে পারেননি। মোবারক শুধু এ কারণেই হালিমার সঙ্গ ত্যাগ করেছিলেন। কোথায় আছে সেই কায়রোর সুন্দরী হালিমা? সে কী এখনো দেরি করে সব কাজে? সব প্রশ্নের উত্তরেই কি বলে, পরে হবে?
সবকিছু না হলেও গল্পটা আজ শাহানাকে শোনাতে হবে! যৌবন উত্তীর্ণ বয়স। একটা মেয়ের জন্য অপেক্ষা করতে গিয়ে মোবারক বিরক্ত হচ্ছে না। বেশ পুলকিতই বোধ করছেন।
রেস্তোরাঁয় বসে প্রায় ৪০ বছর আগের হারানো প্রেম নিয়ে ভাবছিলেন মোবারক। আবহাওয়ায় শীতের আগমনী বার্তা। নগরকেন্দ্রের বাইরে এক জ্যামাইকান রেস্তোরাঁয় বসে পানীয় অর্ডার করেছেন মোবারক।
মিনিট পাঁচেকের বিলম্ব। শাহানা আর জর্জ প্রায় এক সঙ্গেই ঢুকলেন। জর্জের স্ত্রী নাতালিয়া আসেননি। তার বন্ধুদের সঙ্গে নৈশভোজের আমন্ত্রণ! মোবারকের স্ত্রী ফাতিমা ঘরেই আছেন। বিশ্রাম নিয়ে চিকিৎসকের পরামর্শে সেরে উঠেছেন।
–বুঝলে ইব্বি, আমি ভেবেছিলাম তুমিই আজ দেরি করবে।
–কেন এমন মনে হলো?
–কাল রাতে শুনলাম, ফাতিমাকে ফোনে কবিতা শোনাচ্ছিলে।
হ্যাঁ, ফোন করে তোমাকে না পেয়ে ফাতিমার সঙ্গে কথা বলেছিলাম। এর মধ্যে জাপানের সাহিত্য সম্ভার নিয়ে ফাতিমা আলাপ জুড়ে দিলেন। গত শতাব্দীর জাপানি একটি কবিতার কয়েকটা লাইন মনে পড়ে গিয়েছিল।
কবিতা নিয়ে মোবারকের কোনোই আগ্রহ নেই। জর্জেরও নেই।
শাহানা জানতে চাইলেন, কী ছিল কবিতাটি?
এমন সংবাদে মোবারক বেশ উৎসাহী হয়ে ওঠেন সব সময়। তুললেন ট্রাম্পের বিরুদ্ধে সাবেক মডেল অ্যামি ডরিসের অভিযোগের কথা। ২৩ বছর আগে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট দেখতে ছেলেবন্ধুসহ গিয়েছিলেন অ্যামি। ট্রাম্প সেখানেই হাত বাড়িয়েছেন! ডোনাল্ড ট্রাম্পের হাতে যৌন হয়রানির শিকার হয়েছিলেন
কবি হিগুচি ইচিওর চার লাইনের কবিতা। ইংরেজি অনুবাদটি বলছি,
Casually,
To see just your shadow,
I passed through
Your house’s gate
Several times.
মোবারকই আলাপটা রাজনীতিতে নিয়ে গেলেন। বলতে শুরু করলেন,আমেরিকার নির্বাচনটা মোটেই পানসে নয়। প্রতিদিনই উত্তেজনা চলছে। রাজনীতিবিদদের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির রগরগে সংবাদ বেরোচ্ছে।
এমন সংবাদে মোবারক বেশ উৎসাহী হয়ে ওঠেন সব সময়। তুললেন ট্রাম্পের বিরুদ্ধে সাবেক মডেল অ্যামি ডরিসের অভিযোগের কথা। ২৩ বছর আগে ইউএস ওপেন টেনিস টুর্নামেন্ট দেখতে ছেলেবন্ধুসহ গিয়েছিলেন অ্যামি। ট্রাম্প সেখানেই হাত বাড়িয়েছেন! ডোনাল্ড ট্রাম্পের হাতে যৌন হয়রানির শিকার হয়েছিলেন। ট্রাম্পের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয়। যৌনকর্মী স্টর্মি ড্যানিয়েলের কথাও পাড়লেন মোবারক।
জো বাইডেনের বিরুদ্ধেও এমন অভিযোগ উঠেছিল নির্বাচনী প্রচারের শুরুতে।
–এসব কী হচ্ছে জর্জ! মুখে মুখে তোমরা আর কত নীতিকথা বলবে। সব তো শেষ করে দিচ্ছ। সারা বিশ্বের লোকজন কী ভাবছে আমেরিকানদের নিয়ে?
–বিশ্বের লোকজন অভ্যস্ত হয়ে যাচ্ছে। এসবই এখন ‘নতুন স্বাভাবিক’।
বিচারক রুথ গিন্সবার্গের জায়গায় ট্রাম্প বলেছেন একজন নারী বিচারপতিকেই নিয়োগ দেবেন তিনি। বলেছেন, পুরুষদের চেয়ে নারীদের বেশি ভালোবাসেন তিনি।
–নারীদের আমিও বেশি ভালোবাসি মোবারক।
জর্জ বলছিলেন, যৌনকর্মী স্টর্মি ড্যানিয়েল মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ২০০৬ সালের সম্পর্কটি তিনি ফাঁস করলেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর। শরীরের উষ্ণতা টের পেতে এক যুগ লেগেছে! তাও মন্দ নয়!
আমেরিকার লোকজন পেছনে ফিরে দেখে অনেক কিছুই দেখে। নিকট অতীতে বিল ক্লিনটনের মনিকা কেলেঙ্কারি। সেখানেও সব থেমে যায় না।
আধুনিক আমেরিকার ইতিহাসে আরও এমন রগরগে ঘটনার বিবরণ দেন জর্জ। জন এফ কেনেডি আর তাঁর স্ত্রী জ্যাকুলিন কেনেডির নানা কান গরম করা কথা বলেন। ১৯৫৫ সালে জন এফ কেনেডির সঙ্গে নিজের যৌন সম্পর্ক নিয়ে বই লিখেছেন এক নারী। টেম্পেস্ট স্টর্ম নামের তখনকার সাড়াজাগানো ওই নৃত্যশিল্পীর সঙ্গে কেনেডির প্রমোদবিহারের কথা আজও লোকজন স্মরণ করে। ওয়াশিংটন ডিসির মে ফ্লাওয়ার হোটেলের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে লোকজন হাত দিয়ে দেখায়।
টারা রিড নামের এক নারী ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন।
মোবারক জ্যামাইকান সল্ট ফিশে কামড় দিতে দিতে মন্তব্য করলেন, এ সবই আমেরিকার সমাজের নৈতিক মূল্যবোধের বাস্তব অবস্থার এক নির্মম উন্মোচন!
–আমাদেরও একজন ছিলেন। তিনি মারা গেছেন সম্প্রতি।
শাহানা তাঁর দেশের সাবেক এক স্বৈরশাসকের কথা বলার চেষ্টা করছিলেন। জর্জ থামিয়ে দিলেন।
–ভুলে যাওয়ার আগে কৌতুকটা তাহলে শুনিয়ে দিই!
দেশের চরম সংকট। সাবেক, বর্তমান ও ভবিষ্যৎ প্রেসিডেন্টপ্রার্থী ওয়াশিংটনে জড়ো হয়েছেন। স্ত্রীদের না নিয়েই সেখানে গেছেন তাঁরা।
ওয়াশিংটন ডিসির সব সুন্দরীকে ফোন করা হলো। আমন্ত্রণ জানানো হলো সাবেক বর্তমান বা নির্বাচিত হবেন এমন কারও সঙ্গে সপ্তাহান্ত কাটাতে ইচ্ছুক কি না!
সবাই জানাল, তাঁরা সব একই ব্যক্তির সঙ্গে আর কতবার যাবেন! বোরিং সব লোকজন!
শাহানা হাসছেন। মোবারক আমার ওপর হামলে পড়ার চেষ্টা করলেন।
–এরা সবাই এখন হয়তো কবিতা শোনার জন্য ব্যাকুল হয়ে আছে। কী বলো সু? কথাটি কি ঠিক নয়?
মোবারক শাহানার সমর্থন চাচ্ছেন। চমৎকার সামাল দিলেন শাহানা।
–মি. মোবারক, আজকের দিনটা তোমার কি খুব খারাপ যাচ্ছে?
–তোমার দিনের খবর বলো প্রাচ্যের সুন্দরী! এ বয়সে সুন্দরীদের আরও বেশি পূজারি হয়ে উঠেছি!
–মোবারক, তোমার ঘরেও তো সুন্দরী স্ত্রী আছে একজন। ফাতিমা খুবই সুন্দর মনের, দেখতে সুন্দরী এক নারী ।
–কিন্তু, এই যে খালি অভিযোগ করে!
–কি অভিযোগ ?
–আমি নাকি তার কথা মন দিয়ে শুনি না! এ রকম কিছু একটা কাল রাতেও বলছিল মনে হয়!
জর্জ টিপ্পনী কাটেন, বোঝাই যাচ্ছে অভিযোগের কথাটাও তুমি মন দিয়ে শুনোনি মোবারক! ফাতিমা কিছু বলতে শুরু করলে পৃথিবীর সবকিছু চিন্তা বাদ দিয়ে কথাটি শুনতে হবে।
–সারা দিন তাহলে তো আমি আর কোন চিন্তাই করতে পারব না! আমার কথা বাদ দাও সু। এবার বলো, তোমার দিনটা কেমনে শুরু হলো।
–দিনটা আজ চ্যারিটি দিয়ে শুরু হয়েছে!
–বাহ! এই না হলে আমাদের বন্ধু! আমাদের সবাই কোন না কোন চ্যারিটি কাজ করা দরকার নিয়মিত। এতে মন শুদ্ধ হয়! অন্যের জন্য কিছু করার মধ্যে আলাদা আনন্দ লাগে। জীবনটা অর্থবহ মনে হয়। তা কি চ্যারিটি করা হলো?
–দরজায় নক শুনে সাত সকালে বেরিয়ে দেখি, স্থানীয় এক সংগঠন থেকে এসেছেন দুই নারী। জানালেন, সংলগ্ন পতিত এলাকায় একটা সুইমিং পুল করতে যাচ্ছেন তারা। সামারে পরিবারের লোকজন এই সুইমিং পুল ব্যবহার করতে পারবে। জানালেন, যা পারি তা দিয়ে যেন সুইমিং পুল করার মতো মহৎ কর্মের যুক্ত থাকি। ঈশ্বর মঙ্গল করবেন।
জর্জ বললেন, খুব ভালো কাজ করেছ সু। যখনই সুযোগ পাবে চ্যারিটি কাজ করবে। নিজের সাধ্য অনুযায়ী যা পারবে, তাই করবে।
–তাই করেছি। এরা প্রায়ই সাহায্যের জন্য আসেন। আমার তেমন সামর্থ্য নেই। সুইমিং পুলের জন্য এক গ্লাস পানি দিয়ে দিয়েছি!
ছোট্ট এই সাহায্য করে মনটা আরও খারাপ শাহানার। বললেন, মোবারক আপনার কথা বলুন।
–আমার দিনও খারাপ যাচ্ছে। কে আর আমার খোঁজ রাখে বলো! নিজেই জানি, আমার জন্য আরও খারাপ দিন অপেক্ষা করছে। পৃথিবীর সব মন খারাপ মানুষের ঐক্য কামনা করি আমরা। স্লোগান দিই ‘দুনিয়ার মন খারাপের দল, এক হও।’