মস্কোয় 'রাশিয়া-বাংলাদেশ গ্র্যান্ড মিউজিক্যাল শো' শুক্রবার
রাশিয়ার রাজধানী মস্কোয় কাল শুক্রবার অনুষ্ঠিত হবে রাশিয়া-বাংলাদেশ মিউজিক্যাল শো। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন লুইপা, প্রতীক হাসান, মারিয়া শিমু, সামিয়া জাহান ও জাহাঙ্গীর সাঈদ। বাংলাদেশি শিল্পী ছাড়াও এতে গাইবেন রাশিয়ার নাম করা ব্যান্ডদল ‘ইভানুস্কি ইন্টারন্যাশনাল’।
রাশিয়াপ্রবাসী বাংলাদেশি প্রকৌশলী আলমগীর জলিলের ব্যক্তিগত উদ্যোগে দুই দেশের শিল্পীদের নিয়ে প্রথমবারের মতো মস্কোয় এ ধরনের কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, দুই বন্ধুসুলভ দেশ রাশিয়া ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক সেতুবন্ধকে আরও জোরদার করতে এই কনসার্টের আয়োজনের পরিকল্পনা করা হয়। মস্কোয় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ছাড়াও উল্লেখযোগ্যসংখ্যক রুশ দর্শক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করছে আয়োজকেরা।
‘রাশিয়া-বাংলাদেশ মিউজিক্যাল শো’তে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রমুখ।
আয়োজক সূত্রে জানা যায়, মস্কোর একটি কনসার্ট হলে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় অনুষ্ঠানটি শুরু হবে। অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার এজেএস ক্রিয়েটিভ মিডিয়ার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে কনসার্টের ফ্রি টিকিট পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।