ভারতীয় ভিসা আবেদন চালু, শিক্ষার্থী যেভাবে আবেদন করবেন

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর চালু হয়েছে ভারতীয় ভিসা আবেদনের কার্যক্রম। ভারত হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেজে এ খবর জানানো হয়। কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে, ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে আবারও চালু হয়েছে। ১১ আগস্ট থেকে আবেদনকারীদের ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে ভিসার আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হচ্ছে।
এত দিন ভারত-বাংলাদশের ভিসা বন্ধ থাকার কারণে সবচেয়ে দুশ্চিন্তায় ছিলেন ভারতে পড়াশোনারত বাংলাদেশি শিক্ষার্থীরা। সেই সমস্যা এখন কেটে গেছে।

শিক্ষার্থীদের আবেদনের জন্য যেসব বিষয় মাথায় রাখতে হবে—


স্টুডেন্ট/শিক্ষার্থী ভিসা:


*জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ (১৮ বছরের নিচে)।
*ইউটিলিটি বিল যেমন—বিদ্যুৎ, টেলিফোন, গ্যাস বা পানির বিলের অনুলিপি (গত ছয় মাসের ভেতরে)।
*আর্থিক সচ্ছলতার প্রমাণ: আবেদনকারীদের জনপ্রতি ১৫০ মার্কিন ডলার সমমানের বৈদেশিক মুদ্রার এনডোর্সমেন্ট এবং/অথবা আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং/অথবা ব্যাংক স্টেটমেন্টের অনুলিপি দিতে হবে। এ ক্ষেত্রে, অ্যাকাউন্টে ভ্রমণ উপযোগী যথেষ্ট পরিমাণ আর্থিক ব্যালেন্স দেখানো থাকতে পারে, বোনাফাইড সার্টিফিকেট দেখাতে হবে।

*শেষ পাসপোর্ট কপি এবং সব পুরোনো পাসপোর্ট।
*প্রয়োজনীয় ডকুমেন্ট/দলিলাদি: সাধারণ ডকুমেন্ট/ দলিলাদি, সঙ্গে (১) ভারতের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/বোর্ডের প্রতিষ্ঠান/কোর্সে ভর্তির প্রমাণপত্র; (২) অনুমোদিত ব্যাংকের মাধ্যমে পিতা-মাতা/ অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারপত্র; এই মর্মে যে আবেদনকারীর ভারতে পড়াশোনা করার মতো যথেষ্ট আর্থিক সংস্থান রয়েছে এবং পিতা-মাতা/ অভিভাবকের পক্ষ থেকে প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ব্যাংক পরিশোধ করবে।