বিশ্বাস

আমরা অদ্ভুতভাবে হেরে যাই।
প্রিয় মানুষদের কাছে হেরে যাই
কখনো নিজের কাছে
হেরে যাই বিশ্বাসের কাছে।
কখনো কখনো আমরা
হেরে গিয়ে জিতে যাই।
সুখ বিলিয়ে আমরা
কখনো বেশি সুখী হই।
শুধু চাই যেন, বিশ্বাসী হই।
বিশ্বাস ভেঙে গেলে তৈরি হয়
অদৃশ্য এক ভয়ংকর কাঁটা
যা চাইলেও আর ফিরে আসে না।
অবিশ্বাস নিয়ে বেঁচে থাকা দায়
বড় বেশি দায়
চাইলেও এড়ানো যায় না
বারবার খুব করে জাপটে ধরে।
এভাবেই হয়তো মানুষ হেরে যায়
বিশ্বাসের কাছে।
লেখক: মো. হাসিবুর রহমান, শিক্ষার্থী, এমবিএ, ইউনিভার্সিটি অব মাইসুর, ভারত