চেনা শহরে ফেলে আসা সময়ের
স্মৃতি-গন্ধা সন্ধ্যা নামে।
বাতাসে শরতের মৌ মৌ গন্ধ মেখে রাত ভোর হয়।
প্রকৃতিজুড়ে শীত ও উষ্ণতার তীব্র খুনসুটি;
চোখে, মনের শরীরে অপার মুগ্ধতার হাতছানি।
শরতের আকাশ ময়ূরের মতো নীল নীল।
রুপালি আদরে গলে গলে পড়ছে রোদেলা রোদ।
উঁচুতে সফেদ মেঘেরা কাশফুলের মতো দুলছে।
বুকের গহিনে স্মৃতিরা শিমুল তুলোর মতো উড়ছে।
চির নতুন পুরোনো দিনের জাবরে মন কেমন করে ওঠে।
মখমলের মতো শিশিরস্নাত সবুজ ঘাসের আদরে হাঁটছি।
মায়ের দুপদাপ সংসার। রসুই ঘরে তেলের কড়াই থেকে
তালের পিঠার মৌ মৌ ঘ্রাণ এসে নাকে লাগছে।
দাদির আঁজলা ভরা শিউলি ফুল, সঙ্গে সারল্য পোঁচের হাসিমুখ।
ধানের ডগায় ঘাসফড়িং। বিলের ধারে শাপলা।
বাবার সাইকেলের ক্রিংক্রিং শব্দ। অতঃপর বাবার বুকের ওমে স্কুল গমন।
যান্ত্রিক এই শহরে অতীতের শরৎ স্মৃতিরা
আজ বিরহে পুড়ছে। অতৃপ্ত হৃদয় নিঃশব্দে কাঁদছে।