বার্লিনে ঈদুল আজহা উদ্যাপিত
যথাযথ ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমা নিয়ে জার্মানির রাজধানী বার্লিনে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ১১ আগস্ট রোববার জার্মানিতে ঈদ উদযাপিত হয়।
বার্লিনে বাংলাদেশিদের পরিচালিত বায়তুল মোকাররম, আল উম্মাহ ও আল ইমান মসজিদে স্থানীয় সময় সকাল ৭টা ও ৯টায় ঈদুল আজহার দুটি করে জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ, বার্লিনের বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতাসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মোনাজাতে মুসলিম উম্মাহসহ সব ধর্মের মানুষের জন্য দোয়া ও শান্তি কামনা করা হয়। নামাজ শেষে প্রবাসীরা একে অপরের খোঁজখবর নেওয়ার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেন।