বাবা আদর্শ

বাবা আর মাটি একই মুদ্রার দুপিঠ
মাটি ফলায় ফসল শস্য
বাবার হাতে গড়ে ওঠে জাতি মনুষ্য।
বাবার জন্য আমার জন্ম
বাবার কাঁধে বয়ে চলে প্রজন্ম
আমি ঋণী, তবু আমি ধনী
আমি যখন শূন্য, বাবাই আমার পুণ্য।
ভাগ্যবান সেইজন বাবাকে পায় যেইজন
বাবার কোল, আমার অপর কূল
বাবার দৃষ্টি আকাশ সমতুল
আদর-শাসন সবই যেন
আমার আজ খুবই অপ্রতুল।
বাবা ঘামে, সভ্যতা গড়ে শ্রমে
মনে আশা, নিজে এসেছে যত দূর
সন্তান যেন যায় তার চেয়েও বহুদূর।