বাংলা তোমায় ভালোবাসি!
বাংলা তোমায় ভালোবাসি!
আমার স্মৃতির সাগরে ডুবুরির মতো।
ফেলে আসা ঘাটবাট উঁকি দেয় যত—
প্রতিনিয়ত পথে যেতে যেতে,
লতাগুল্মের মাঝে।
তাল–সুপারি কি কলমিলতার স্নেহ।
আমি খুঁজি তোমাকে!
আমবাগানের তরুণী মমতায় ঘেরা,
ছায়ার অর্পিত আচ্ছাদন।
মনের গহনে অজস্র আশার বর্ষা নামে,
স্বপ্নঘেরা অযুত আলোর ঝলকানি।
আমি খুঁজি তোমাকে!
বাঁশরি সানাই তবলার দমক হৃদয়ে,
গড়েছে প্রাসাদ ছন্দ–সত্তার অহং সরব।
আমি তাই নিয়ে মোহিত।
আমি খুঁজি তোমাকে!
আমার স্মৃতির পটে যত চিত্র রক্ষিত—
সাজাই সে দিয়ে আমার মানসপটে,
সদাই তোমারই অপূর্ব শ্যামলীর ছবি।
বাংলা তোমায় ভালবাসি!
*লেখক: ইসমেত জাকিয়া রহমান, ইমেরিটাস অধ্যাপক ও গবেষক, লিমেরিক বিশ্ববিদ্যালয়, লিমেরিক, আয়ারল্যান্ড