বাংলাদেশের হামলা বন্ধের দাবিতে বার্লিনে মানববন্ধন

জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশে হামলা বন্ধের দাবিতে মানববন্ধন
ছবি: সংগৃহীত

বার্লিনে বসবাসরত প্রবাসী বাঙালিরা অবিলম্বে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির-পূজামণ্ডপ, বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা ও তা বন্ধের দাবি জানিয়েছেন। গতকাল রোববার বার্লিন শহরের কেন্দ্র ব্রান্ডেনবুর্গার গেটে আয়োজিত মানববন্ধনে তাঁরা অবিলম্বে এ ঘটনা বন্ধের দাবি জানান। বার্লিনের প্রবাসীরা বাংলাদেশি ছাড়াও একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেত্রী মনীষা চক্রবর্ত্তী এ মানববন্ধনে যোগ দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করেছি, হিন্দু সম্প্রদায়ের ওপর এ হামলার ঘটনার পর দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতারা তাঁদের নৈতিক দায়িত্ববোধ থেকে সরে দাঁড়িয়েছেন। সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধ না করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে। দেশের প্রত্যেক নাগরিকের, তা তিনি যে ধর্মেরই হোন না কেন, তাঁর জীবন ও সম্পদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার ও নাগরিক সমাজের। অথচ বাংলাদেশের নাগরিক সমাজ বিষয়টি নিয়ে প্রায় নিশ্চুপ।’

অনুষ্ঠানে মনীষা চক্রবর্ত্তী বলেন, এ হামলা ও অরাজকতার বিরুদ্ধে সরকারকেই দায়িত্ব নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অসাম্প্রদায়িক চেতনা পুনঃ প্রতিষ্ঠা করতে হবে।

মানবববন্ধনে নজরুল রাসেল বলেন, ‘আমাদের হিন্দু ধর্মের যে ভাইয়েরা আছে, তাদের কাছে আমরা লজ্জিত! এর দায়ভার আমাদের সরকারের, আমাদের শিক্ষাব্যবস্থার।’