ফ্লোরিডায় খেলা দেখতে চাই

বাংলাদেশ ক্রিকেট টিম ফ্লোরিডায় দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে, এ খবর শোনার পর থেকে অপেক্ষা করছি কখন আসবে সেই সময়। আমরা যারা আমেরিকায় আছি তাদের জন্য এ এক বিরাট প্রাপ্তি। কারণ ক্রিকেটপ্রেমী হিসেবে দেশে গিয়ে নিজ দলের খেলা দেখার সৌভাগ্য কোনো দিনই হয়তো হতো না। যারা এই সুযোগ করে দিয়েছেন তাদের অন্তর থেকে ধন্যবাদ জানাই।
আমার প্রিয় প্রথম আলোর কাছে অনুরোধ, ফ্লোরিডায় কীভাবে টিকিট পাওয়া যাবে; সস্তায় পরিবার নিয়ে থাকার সুযোগ কোথায় পাওয়া যাবে; সেখানে থাকার সময় কোন কোন জায়গা সহজে ঘুরে দেখা যাবে—এসব বিষয় যেন বিস্তারিত জানান হয়। তাহলে আমার মতো যারা নিউইয়র্কের বাইরে তেমন যায় না তাদের জন্য সুবিধা হয়।
আবদুল মান্নান, ব্রুকলীন, নিউইয়র্ক।