ফিলাডেলফিয়ায় প্রতিবাদী সমাবেশ

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশ
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির-পূজামণ্ডপ, বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বেলা তিনটার দিকে এই বিক্ষোভ-সমাবেশ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে কর্মসূচি চলে। বিক্ষোভ-সমাবেশে প্রায় অর্ধশত প্রতিবাদী মানুষ অংশ নেন।

তাঁদের মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবীসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি।

সমাবেশে বক্তারা বলেন, দুর্গাপূজার সময় বাংলাদেশে হিন্দুদের মন্দির, মণ্ডপ, বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে। হিন্দু সম্প্রদায় শারীরিকভাবে হামলার শিকার হয়েছে।

এই সহিংস ঘটনায় প্রাণহানিও ঘটেছে। এমন ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই হামলা একদিকে যেমন অপরাধ, অন্যদিকে বাংলাদেশের সংবিধানের পরিপন্থী।

বক্তারা এই সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু-নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।