
হেলসিংকির অদূরে লুক্কি রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থকদের মিলনমেলা ও বার্ষিক বনভোজন। বিএনপির ফিনল্যান্ড শাখার উদ্যোগে গত ৩১ জুলাই সোমবার এই মিলনমেলা ও বনভোজনের আয়োজন করা হয়।
প্রবাসে ব্যস্ত জীবনের ফাঁকে এই আয়োজনে বিএনপির ফিনল্যান্ড শাখার নেতা-কর্মী ও সমর্থক ছাড়াও উপস্থিত ছিলেন দলমত-নির্বিশেষে আরও কিছু প্রবাসী বাংলাদেশি। হাজার হ্রদের দেশ ফিনল্যান্ডের লুক্কির লেকের ধারে প্রাকৃতিক মনোরম দৃশ্যে নানা খাবার পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় বনভোজনের।

আভিজাত্য ও চমক ভরা এই পারিবারিক সম্মিলন ছিল দেশের মানুষজনকে কাছে পেয়ে হইচই ও আড্ডায় কাটিয়ে দেওয়া একটি দিন স্মৃতিতে অমলিন হয়ে থাকার মতো। বাঙালি সাজে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে উপস্থিত ছিলেন ফিনল্যান্ডের শুভাকাঙ্ক্ষী কিছু বন্ধু-বান্ধবও।
বিরিয়ানি, গ্রিলড মুরগি, গরুর কাবাব, গ্রিলড সবজি, নানা ধরনের দেশীয় খাবারে সাজানো ছিল দুপুরের আয়োজন। সেই সঙ্গে সবাইকে করানো হয় মিষ্টিমুখ। মধ্যাহ্নভোজ শেষে আয়োজন করা হয় সব বয়সীদের অংশগ্রহণে উন্মুক্ত প্রতিযোগিতা।

এই বনভোজন ও মিলনমেলায় উল্লেখযোগ্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ফিনল্যান্ড শাখার নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ, মোকলেসুর রহমান, এজাজুল হক, বদরুম ফেরদৌস, আবুল হাসেম চৌধুরী, সামসুল গাজি, মিজানুর রহমান, প্রদীপ কুমার সাহা, আবদুল্লাহ আল আরিফ, মোহাম্মদ শাহিন, নাজমুল হাসান, তাপস খান, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, মীর সেলিম, আশরাফ উদ্দিন, সাজ্জাদ মুন্না, তাজুল ইসলাম, সহিদুল আজাদ, সান্তা আজাদ, সেলিনা আক্তার, ইসরাত জাহান, মীর ইসমাইল, সবুজ খান, মনোয়ার পারভেজ ও বশির আহমেদ প্রমুখ।