পাশ্চাত্যে ও পশ্চিমে এমডি বিভ্রান্তি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আমাদের অনেকের নামের আগে বাংলায় মো. ও ইংরেজিতে এমডি (Md.) যুক্ত থাকে। মূলত মুসলমান পরিবারে জন্ম নেওয়া ছেলে সন্তানের নামের শুরুতে মোহাম্মদের সংক্ষিপ্ত হিসেবে এটি ব্যবহার করা হয়। ইউরোপ-আমেরিকায় কিংবা প্রাচ্যের চীন-জাপানে মানুষদের নামে সাধারণত দুটি অংশ থাকে। একটি প্রদত্ত নাম (given name), অন্যটি পারিবারিক নাম (family name)। বাংলাদেশের মানুষদের আসল নাম (ভালো নাম বা সার্টিফিকেট নাম) ও ডাক নাম থাকে। উপরন্তু আদরের নাম তো আছেই! আসল নামেই আবার থাকে কয়েকটি অংশ। বিষয়টা চমকপ্রদ! বহির্বিশ্বে, অনেকের কাছে এটা খুবই বিস্ময়কর!
পৃথিবীর অনেক দেশে মোহাম্মদ একটি পৃথক নাম হিসেবে বিবেচনা করা হয়। মোহাম্মদকে সংক্ষিপ্ত করে লেখার বিষয়টি বাংলাদেশ ছাড়া আর কোথাও প্রচলিত আছে কি না জানা নেই। তবে এমন সংক্ষিপ্ত করে লেখার কারণে, নাম বহনকারীকে কখনো কখনো পোহাতে হয় অনেক ঝামেলা।
ইউরোপ-আমেরিকায় যাঁরা ডাক্তার তাদের টাইটেল হলো, এমডি (MD—Doctor of Medicine)। আমাদের নামের শুরুতে এই এমডি (Md. অথবা MD.) দেখে তাদের অনেকেই দ্বিধান্বিত হয়ে যান। তাদের ব্যাখ্যা করে বুঝাতে হয় এর অর্থ। তারা খুবই অবাক হন যখন জানতে পারেন যে এটা মূল নাম উদ্দেশ্যে ব্যবহৃত হয়নি। পৃথিবীর উন্নত দেশগুলোতে মানুষের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে রাখার জন্য একটি ডাটাবেস আছে। প্রতিটি মানুষকে সনাক্ত করার জন্য একটি জাতীয় নম্বর থাকে। আমেরিকায় যেটাকে বলা হয় Social Security Number এবং ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন নাম কিন্তু উদ্দেশ্য একই। যেহেতু এসব দেশের নাগরিকদের নামে এমডি (Md.) নেই তাই ডাটাবেস অনেকসময় এই সংক্ষিপ্ত রূপটি (Md.) সঠিকভাবে সাপোর্ট করে না। ফলে নানা ধরনের ঝামেলা পোহাতে হয় বাংলাদেশি অনেককেই। প্রবাসে এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন অনেকেই। অন্যদিকে তাদের ব্যাপারে অনেকে বিরূপ ধারণাও পোষণ করেন।

নামের আগে মোহাম্মদ ব্যবহার করতে চাইলে, ইংরেজিতে Mohammad/Muhammad অথবা সংক্ষিপ্ত রূপে শুধু M. ব্যবহার করা হয়তো উত্তম। নাম যদিও একজন মানুষের ব্যক্তিগত অভিরুচির বিষয়, তবে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে সতর্ক থাকা ভাল। এক সময় দেশে জন্ম নিবন্ধনের সুযোগ ছিল না। বর্তমানে জন্ম নিবন্ধন সহজ হয়েছে। তাই অভিভাবককেই সন্তানের নামের ব্যাপারে সতর্ক হতে হবে। শুরুতেই সতর্ক হলে পরবর্তী সময়ে অনেক ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। প্রাপ্তবয়স্ক কেউ চাইলেই নাম পরিবর্তন করতে পারেন। তবে বিষয়টি উন্নত দেশে তুলনামূলক সহজ হলেও বাংলাদেশে বেশ কঠিন।
পুনশ্চ: মোহাম্মদের বাংলা সংক্ষিপ্ত রূপ, মোঃ ভাষাগতভাবে অশুদ্ধ। বিসর্গ ব্যবহারে এরূপ লেখা, ব্যাকরণগত ভুল। এর শুদ্ধ রূপ হবে মো.।

(লেখক গবেষক। ই-মেইল: [email protected])