নীরবতা

অলংকরণ: মাসুক হেলাল

আমরণ স্তব্ধতায় আমি ঠিক নীরব হয়ে যাব
একেবারে নীরব, স্তব্ধ...
সূর্যোদয়ের মতো
নিঃশব্দে গড়িয়ে পড়া শিশিরের মতো
কোনো বাক্য আর নিঃসৃত হবে না
আমার কণ্ঠে
যেসব কথা শ্রুতিকে আলোড়িত করে
মধুর শব্দমালা, যাতে হৃদয় উদ্ভাসিত হয়
আমার কোনো কথায় বা শব্দে আর ঝরে পড়বে না ভালোবাসার বাক্য
আর কোনো দিন সরব হব না ঘুণাক্ষরে।
একেবারে নীরব হয়ে যাব
সন্ধ্যার মতো, গোধূলির মতো,
আঁধারে ঢাকা রাতের মতো
আমি আবার ঠিক নীরব হয়ে যাব
আগের মতো যখন আমার দিনগুলো ছিল নির্জন, নীরব শান্ত চাঁদের মতো।