নস্টালজিয়া!

অংলকরণ: মাসুক হেলাল

দূর পরবাস কবিতা
সেকশন: দূর পরবাস
ট্যাগ: দূর পরবাস কবিতা, কেনিয়া
ছবি: আছে
নস্টালজিয়া!
জামিলুর রহমান চৌধুরী, কিগালী, রুয়ান্ডা

মনে পড়ে ওই মেঠো পথ আর
মনে পড়ে তোর হাওয়া,
মনে পড়ে ওই পথ ধরে মোর
নিত্য আসা–যাওয়া!
মনে পড়ে তোর ধানের খেতের
সোনা ফলা ফসল,
মনে পড়ে তোর গাছের ডালে
ঝুলে থাকা সব ফল।
মনে পড়ে তোর শীতের সকাল,
শিশির ভেজা ঘাস,
মনে পড়ে তোর আখকলেতে
আখ–চিবানো আঁশ!
মনে পড়ে তোর সকালবেলার
ভাপা-চিতই পিঠা,
মনে পড়ে মোর দৌড়ে গিয়ে
তার বাড়িতে ওঠা!
মনে পড়ে সেই গাছের নিচে
নিত্য মারবেল খেলা,
মনে পড়ে আজ বাপ-চাচাদের
মধুর সেই কানমলা।
মনে পড়ে সেই দল বেঁধে
মোদের স্কুলেতে যাওয়া,
মনে পড়ে খুব ইন্তাজ স্যারের
সেই বেতের বাড়ি খাওয়া!
মনে পড়ে সেই ছোটবেলার
জামাই-বউ খেলা,
মনে পড়ে খুব বউ হয়ে তার
অন্যের ঘরে যাবার পালা।
মনে পড়ে আজ কাণ্ডজ্ঞানহীন সব
মধুর সেই ভুল করা,
মনে পড়ে খুব কাজে–অকাজে
তাহার হাতটি ধরা।
মনে পড়ে খুব দেখতে দেখতে
মোর বড় হয়ে ওঠা,
মনে কি পড়বে ছুটে চলার প্রতিটি ক্ষণ,
যেদিন বন্ধ হবে ছোটা?