নতুন কমিটির অভিষেক

নতুন কমিটির কর্মকর্তারা
নতুন কমিটির কর্মকর্তারা

নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেসে ১২ জুন শুক্রবার সন্ধ্যায় সপরিবারে সমবেত হয়েছিলেন বিপুলসংখ্যক প্রবাসী নারায়ণগঞ্জবাসী। তাঁদের পদচারণায় মুখরিত ছিল গুলশান টেরেস প্রাঙ্গণ। বর্ণাঢ্য ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সেদিন অনুষ্ঠিত হয় নিউইয়র্কের অন্যতম আঞ্চলিক সংগঠন নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনকের নতুন কমিটির কর্মকর্তাদের অভিষেক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন। বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার বিডি মিত্র ও বিশিষ্ট চিকিৎসক খন্দকার মাসুদুর রহমান। পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

শুরুতে স্বাগত বক্তব্য দেন উদ্‌যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের নতুন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। নতুন কমিটির কর্মকর্তাদের মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেন বিদায়ী সভাপতি মোহাম্মদ মজিবর। এরপর তিনি নতুন সভাপতি শামসুল আলমকে অনুষ্ঠানের সভাপতিত্ব করার অনুরোধ জানান।

সাংস্কৃতিক পরিবেশনা
সাংস্কৃতিক পরিবেশনা


আজমল হোসেন নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে গতিশীল সংগঠনে পরিণত করার আহ্বান জানান। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকলে আমরা একটি সুন্দর কমিউনিটি গড়তে পারব।
বিডি মিত্র বলেন, চলমান সমাজে বিরোধ বা দ্বন্দ্ব থাকবে। এর সমাধান করা সঠিক নেতৃত্বের কাজ। তিনি আরও বলেন, সংগঠনের সঠিক নেতৃত্বের মাধ্যমে ঐক্য, সৌহার্দ্য-সম্প্রীতি বাড়বে বলে আমি বিশ্বাস করি।
ডা. খন্দকার মাসুদুর রহমান বলেন, নারায়ণগঞ্জের ১৭৬৬ সালে নামকরণ হয়। দ্বিজেন লাল পান্ডে নামক এক ধর্মযাজক এই নামকরণ করেন। ১৮৬৬ নারায়ণগঞ্জে পৌরসভা ও প্রথম পোস্ট অফিস হয়। নারায়ণগঞ্জের ইতিহাস-ঐতিহ্য আছে, যা নিয়ে নারায়ণগঞ্জবাসী গর্ব করতে পারেন। তিনি আরও বলেন, আঞ্চলিক সংগঠনের মূল্য আছে। আঞ্চলিক সংগঠনের মাধ্যমে নিজ নিজ এলাকায় উন্নয়নকাজ করতে পারেন সংগঠনের কর্মকর্তারা।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন; সভাপতি সামছুল আলম, ঊর্ধ্বতন সহ সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, সহসভাপতি আসাদুল্লাহ চৌধুরী ও মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সম্পাদক নিতাই দাস, কোষাধ্যক্ষ মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান, মহিলা সম্পাদক অনিতা দাস, সহ-মহিলা সম্পাদক রাজিয়া সুলতানা, সমাজকল্যাণ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আবদুল জলিল। কার্যকরী কমিটির সদস্যরা হলেন দর্পণ কবীর, মো. কামাল উদ্দিন, কামাল হোসেন, আবদুর রহমান আল জামী, এ কে এম আনোয়ার উদ্দীন, রমিজ উদ্দিন, ওয়াসিম হাওলাদার ও মিঠু মজুমদার।

বক্তব্য দিচ্ছেন আজমল হোসেন
বক্তব্য দিচ্ছেন আজমল হোসেন

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহসীন ননী, মতিউর রহমান, আহমেদ মুসা, জাকারিয়া মাসুদ ও মোহাম্মদ সাঈদ প্রমুখ। তারা বলেন, প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ থেকে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। তারা আরও বলেন, প্রত্যেক সমস্যারই বিকল্প সমাধান আছে। নতুন কমিটি কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করবেন এই প্রত্যাশা রাখছি। সংগঠনকে গতিশীল করতেও তারা ভূমিকা রাখবেন।
নতুন কমিটির সভাপতি মো. সামছুল আলম সংগঠন পরিচালনায় সবার সহযোগিতা কামনা করে বলেন, কারও একার পক্ষে সংগঠন এগিয়ে নেওয়া সম্ভব নয়।
আলোচনা অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রবাসের পরিচিত মুখ আশরাফুল হাসান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের অন্যতম সংগীত বিদ্যালয় সংগীত পরিষদের শিল্পীরা। পরিচালনায় ছিলেন সংগীত পরিষদের সভাপতি সংগীতশিল্পী কাবেরী দাস।
এই অভিষেক অনুষ্ঠান উপল‌ক্ষে শীতলক্ষা নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেছেন সাংবাদিক-লেখক দর্পণ কবীর।