তা–ই হোক
এবার তাহলে তা–ই হোক
নেমে যাক অসংখ্য শকুন এ সাম্রাজ্যে
তীক্ষ্ণ ঠোঁটে বিবিক্ত হোক ভূখণ্ড
রক্তাক্ত হোক সকল হৃৎপিণ্ড
হতাহত হোক ইচ্ছের নকুলদানা।
এ রাজ্য এখন গহীন অরণ্যের কবলে
অসংখ্য অযাচিত বৃক্ষের দখল
শিকড়–বাকড় ডালপালা মেলে
শক্ত ভিত গড়েছে
প্রাচীনকে হটিয়ে অর্বাচীনের কোলাহল
রাজ্য এবার কুড়ে খাক চিল–শকুনে
বলিদান হোক যত ইচ্ছের বেহায়াপনা।
বহুদিন, সেই শুরু থেকে
একনায়কতন্ত্রই চলছিল অবাধে
প্রতিষ্ঠিত হয়েছিল অরাজকতার মহল
সবকিছু ছিল রক্তচক্ষুর আওতায়
চারদিকে প্রাচীর
পিলখানার চেয়ে ভয়াবহ
দেয়াল এখন হিমালয় স্পর্শ করে আকাশ ছুঁয়েছে
যেটুকু দ্যুতি ছিল, সেও গেছে নষ্টদের ভান্ডারে।
নেমে আসুক আঁধার কালো করে
শকুনির দল
ব্যবচ্ছেদ করুক অলিন্দ–নিলয়
এবার তবে তা–ই হোক
রাজ্য হোক অসংখ্য শকুনের সাম্রাজ্য।