টোকিওতে ঈদ আনন্দ উৎসব

জাপানের রাজধানী টোকিওর এদোগাওয়া ও কোতো সিটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন পরিবেশে জাঁকজমক এক ঈদ আনন্দ উৎসব। গত শনিবার (১৬ জুন) টোকিওর ওজিমা হলে ঈদ আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
এদোগাওয়া ও কোতো সিটিতে বসবাসরত প্রায় ৩০টি বাংলাদেশি পরিবার এই আয়োজনে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে দেশি ঐতিহ্যের খাবার দাবারের পাশাপাশি বিভিন্ন ধরনের ঘরোয়া ফান গেমসের আয়োজন করা হয়।
শেখ মোস্তফা আজিজ: টোকিও, জাপান।