খোঁপায় রেখো আমার ভালোবাসা
ঋতুচক্র ঘুরে যখন ফাগুন আসে,
তখন আমি তোমারই আয়েশে আবার
খুলি দখিনা জানালাটা।
শুনি ঘুমন্ত চোখ নিয়ে
বনপলাশের পদাবলি।
শুনি আরও ডাহুকের কান্না, মন চায়
উড়ে গিয়ে চোখে চোখ রেখে
বলি, আমিও ভালোবাসি।
জানি জলপাই-হলুদ মৌটুসি বসে নেই
তোমার অপেক্ষায়, আর এলোমেলো
চুল নিয়ে লজ্জায় বউ কথা কও
নিশ্চুপ, যেন ভালোবাসার
উত্তর হারিয়ে আত্মঘাতে বিলীন।
ভাবি তোমার কথা, হোলির রঙ্গে
চমকে গিয়ে জিজ্ঞাসিলে,
‘তুমি আমার প্রেমে নাইছ?’
আমার অকথিত উত্তর রয়ে গেল অব্যক্ত।
বলেছিলে ‘দোহাই তোমার, ভুলে যেও সব
অঙ্গীকার, রেখো না আমার প্রেমের
কপোতীকে আঁধারের বন্দী ঘরে।’
অসহিষ্ণু মন গুষ্টির তুষ্টি করে চেয়েছে
সব পাওনা পেতে তখন, বাতিল করে
প্রণয়ের যাবতীয় লেনদেন।
কথার কথায় ঝগড়া করে বলেছিলে,
তোমার বিনুনি চুলে নেবে না আমার
চন্দ্রমল্লিকা আর। কত শত অসময়ে
কথা শেষে অবুঝ হৃদয়ে বলেছি,
‘তুমিই আমার কবিতা,
বিনুনি না হয় যাক, খোঁপায় রেখো
আমার ভালোবাসা এই কামিনীকে।’
*লেখক: ফারুক সৈয়দ, সিল্কেবোর্গ, ডেনমার্ক