ক বি তা

খ্রীষ্টফার পিউরীফিকেশনের দুটি কবিতা

ধর্ষক তুমি জেনে রাখ

ধর্ষক তুমি যেই হও; জেনে রাখ এই,

ধর্ষণের পক্ষে মানুষ কখনো নেই।

ধর্ষণমুক্ত সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে,

এক কাতারে দাঁড়িয়ে তারা ধর্ষিতার পক্ষে।

ধর্ষক তুমি যেই হও; রাখ আরও জেনে,

ধর্ষণের শাস্তি তোমায় নিতেই হবে মেনে।

দাঁড়াবে ঘুরে মানুষ

করোনা চলে যাবে; কালে হবে গত,

মানুষের ইতিহাসে রেখে যাবে ক্ষত।

দাঁড়াবে ঘুরে মানুষ আশা নিয়ে যত,

বাঁধা শত আসে আসুক হবে না নত।

রোগ-বালাই হবে যত, দূর হবে তত

তবু, মারি যেন না আসে করোনার মতো।

ছন্দা বিনতে সুলতান

কালপুরুষ

কালপুরুষ,

কতকাল আর আসমানে

নীরবে জ্বলবে?

একটু তাকাও

চোখ ফেরাও নিচে।

দেখ পৃথিবী অপার হয়ে

অবাক বিস্ময়ে,

দেখছে তোমাকে।

কালপুরুষ,

আসমান থেকে

নেমে এসো

মাটির পৃথিবীতে।