
হেলসিঙ্কির কাইসার (কাইসানিয়েমি মেট্রোস্টেশন, ১৭/সি মিকনকাতু) এক সাংস্কৃতিক কেন্দ্রে ২ ডিসেম্বর ফিনল্যান্ডপ্রবাসী বাংলাদেশিদের জীবনযাপন নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনার বিষয় ছিল কেমন আছেন ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশিরা। এতে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল তা হলো: শিক্ষা (সুযোগ-সুবিধা, পদ্ধতি, তুলনামূলক উদাহরণ ও আমাদের প্রত্যাশা), সংস্কৃতি (নিজ সংস্কৃতিচর্চায় আমাদের পদক্ষেপ ও ভবিষ্যৎ করণীয়) ও আর্থ সামাজিক জীবন জীবিকা (পেশা, কর্মের প্রাপ্তি ও প্রত্যাশা)।
অনুষ্ঠানটি ছিল মূলত বুদ্ধিবৃত্তিক আড্ডা। আলোচনায় অংশগ্রহণকারী সবাই জানান, তাঁরা আশা করেন বাংলাদেশি সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে তাদের এই প্রবাসীজীবনে। আলোচনা করেন ইন্দোফোর ড. শিপুল কুমার বড়ুয়া, আলতো বিশ্ববিদ্যালয়ে কর্মরত মিজানুর রহমান, গোলাম সরওয়ার, মাহাবুব রহমান ও হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে কর্মরত হারুনুর রশিদ প্রমুখ। আলোচনা সঞ্চালনা করেন আলতো বিশ্ববিদ্যালয়ে কর্মরত মো. মঞ্জুর এ মওলা।
আলোচনায় হেলসিঙ্কিপ্রবাসী বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রোতা হিসেবে উপস্থিত ছিল। তাদের অধিকাংশ ছিল নতুন প্রজন্মের। যাদের বয়স ছিল ৮ থেকে ২৩-এর মধ্যে।
মো. মঞ্জুর এ মওলা
হেলসিঙ্কি, ফিনল্যান্ড