কুয়েতে বিজয় দিবস উদযাপন

কুয়েতের বাংলাদেশ দূতাবাসের আলোচনা সভায় প্রবাসীরা
কুয়েতের বাংলাদেশ দূতাবাসের আলোচনা সভায় প্রবাসীরা

যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে কুয়েতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টসহ কুয়েতে প্রবাসীদের বিভিন্ন সংগঠন পৃথকভাবে দিনটি পালন করে।
বাংলাদেশ দূতাবাসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দোয়া ও মোনাজাত, মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। দিনের শুরুতে সকাল আটটায় দূতাবাস চত্বরে কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দিন জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন। পরে দূতাবাসের হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলার আবদুল লতিফ খান, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব মোহাম্মদ আবদুল জলিল ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন সোনালী ব্যাংকের কুয়েত প্রতিনিধি মোহাম্মদ সাফায়েত হোসেন পাটোয়ারী। কুয়েতপ্রবাসী অনেকেই এই দিনের তাৎপর্য নিয়ে বক্তব্য দেন। সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মহান এই দিনটির তাৎপর্যসহ বিভিন্ন দিকনিদের্শনামূলক বক্তব্য দেন। দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাইনুল ইসলাম। সভা সঞ্চালনা করেন মিশনের উপপ্রধান এস এম মাহবুবুল আলম।

কুয়েতে বিএমসির বিজয় দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দেশের সেনা কর্মকর্তারা
কুয়েতে বিএমসির বিজয় দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দেশের সেনা কর্মকর্তারা

বিএমসির বিজয় দিবস পালন: মহান বিজয় দিবস উপলক্ষে কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের (বিএমসি) সদর দপ্তরে এ দিন দুপরে প্রীতিভোজ ও বিকেলে সদর দপ্তর প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুয়েত ও বিভিন্ন দেশের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও গণ্যমান্য অতিথি অনুষ্ঠানটি উপভোগ করেন। উপস্থিত অতিথিদের বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামীম-উজ-জামান স্বাগত জানান। অনুষ্ঠানে তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তব্য দেন।

বিএমসিতে বিজয় দিবসের সাংস্কৃতিক পরিবেশনা
বিএমসিতে বিজয় দিবসের সাংস্কৃতিক পরিবেশনা

মঈন উদ্দিন সরকার সুমন
কুয়েত সিটি. কুয়েত