কাজী নজরুলের ৪৫তম প্রয়াণবার্ষিকীতে কলকাতায় আয়োজন
কাজী নজরুল ইসলামের ৪৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে রাজারহাট নজরুলতীর্থে গত শনিবার হিডকো আয়োজন করে ‘অন্তরে তুমি আছো চিরদিন’ শীর্ষক একটি স্মরণানুষ্ঠান। অনুষ্ঠানে নজরুলসংগীত পরিবেশন করা হয়। এ ছাড়া কোয়েস্ট ওয়ার্ল্ডের প্রকাশনায় ও ছায়ানটের (কলকাতা) উদ্যোগে নজরুলের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজীর একক কণ্ঠে ‘শিশু-কিশোরদের নজরুল’ শিরোনামে কাজী নজরুলের ২৫টি কবিতা নিয়ে একটি অডিও অ্যালবাম প্রকাশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনকেডিএর চেয়ারম্যান দেবাশিস সেন, বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী সুস্মিতা গোস্বামী, রবীন্দ্রতীর্থ ও নজরুলতীর্থের কিউরেটর অনুপ মতিলাল, ছায়ানটের (কলকাতা) সভাপতি সোমঋতা মল্লিক এবং কোয়েস্ট ওয়ার্ল্ডের কর্ণধার স্বাগত গঙ্গোপাধ্যায়।
অনুষ্ঠানের শুরুতে নজরুলসংগীত পরিবেশন করা হয়। অংশগ্রহণ করেন সোমঋতা মল্লিক, সোমা রায় বর্মণ, গৌরী ধর ও সুরূপা মল্লিক। একক নজরুলসংগীত পরিবেশেন করেন সুস্মিতা গোস্বামী ও মঞ্জুষা চক্রবর্তী।
কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি করেন তাপস চোধুরী, ইন্দ্রানী লাহিড়ী, প্রণমী ব্যানার্জি, শ্রীপর্ণা বিশ্বাস ও সোনালী চট্টোপাধ্যায়।
কল্যাণী কাজীর কণ্ঠে ‘জয় হোক’ গানটির মধ্য দিয়ে স্মরণানুষ্ঠান শেষ হয়।
‘কলকাতায় নজরুল’ শীর্ষক ১৫টি পোস্টকার্ডের তথ্য সংগ্রহ সোমঋতা মল্লিক, আলোকচিত্রে মাসুদুর রহিম, সৃজন ও নির্মাণে স্বাগত গঙ্গোপাধ্যায়, প্রচ্ছদাঙ্কনে শেখ মো. সাদিকুজ্জামান এবং সার্বিক সহযোগিতায় ‘নজরুল ইন’ ওয়েবসাইট ও ‘রেডিও নজরুল’। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন সোনালী চট্টোপাধ্যায়।