কবিতা

হারানো নিজ

কহিতুর পহেলী

আমি নিজেকে পাই না আমার ভেতরে

হারিয়ে গেলাম বুঝি নিজ থেকে বহু দূরে

হয়তোবা নিজেরই আঁধার গভীরে ।

নিজের গল্পের বিচ্ছিন্ন বর্ণগুলোর হাহাকার

একবার জুড়ে, ছুটে আরেকবার

তারা মিলে কী জানি লিখবে আবার!

নিজেকে বলি, লিখে দাও নাম আমার সে পথে

যে পথ থামবে গিয়ে তোমার ঘরে

জানি, নিজেকে খুঁজে পাওয়াটা আসে হারানোর পরে

হারিয়ে যায় তো সে, যার খোঁজার তৃষ্ণাটা মরে।