একটি ঝরা পাতার কাব্য

হলুদ পাতা ঝরে পড়ছে
সবুজ পাতা আসবে বলে
আমার বাবা হলুদ হওয়ার আগে ঝরে পড়েছেন
সবুজাভ হলুদেরা ঝরে কেন, কেন ঝরে?
একদিন আমি হলুদ হব
একদিন আমি ঝরে পড়ব
হয়তো কোনো ঝড়ে, হয়তো কোনো শীতে
আমার জায়গায় আসবে কোনো সবুজ
হয়তো তা পড়ে রবে শূন্য হয়ে!
(লেখক চীনের হুবেই প্রদেশের থ্রি গরজেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী)