আমিরাতের বাংলাদেশি স্কুলে এসএসসি পরীক্ষা

আবুধাবির বাংলাদেশ ইসলামিয়া স্কুলে পরীক্ষার দৃশ্য
আবুধাবির বাংলাদেশ ইসলামিয়া স্কুলে পরীক্ষার দৃশ্য

দেশের সঙ্গে মিল রেখে ১ ফেব্রুয়ারি সোমবার থেকে সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশি স্কুলে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এদের মধ্যে ৩০ জন ছাত্র ও ২৪ জন ছাত্রী। গেল বছরের চেয়ে এ বছর ৭ জন পরীক্ষার্থী বেড়েছে। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আবুধাবির বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩১ জন। তার মধ্যে ২০ জন ছাত্র ও ১১ জন ছাত্রী। গত বছর এ সংখ্যা ছিল ২৬ জন। এ বছর পাঁচজন বেড়েছে।
অন্যদিকে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের তত্ত্বাবধানে রাস-আল-খাইমা বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তার মধ্যে ১০ জন ছাত্র ও ১৩ জন ছাত্রী। গত বছর এ সংখ্যা ছিল ২১ জন। এ বছর দুজন বেড়েছে।

আবুধাবির বাংলাদেশ ইসলামিয়া স্কুলে পরীক্ষার দৃশ্য
আবুধাবির বাংলাদেশ ইসলামিয়া স্কুলে পরীক্ষার দৃশ্য

আবুধাবির বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষ জানিয়েছে তারা পরীক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে। দেশের সঙ্গে মিল রেখে স্থানীয় সময় সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হচ্ছে। গেল বছর স্কুলগুলোতে শত ভাগ পরীক্ষার্থী পাস করে। এ বারও ভালো ফলাফলের আশা ব্যক্ত করেছেন শিক্ষার্থী, অভিভাবক আর শিক্ষক-শিক্ষিকারা।